ব্লগার রাজিব হত্যার বিচার দাবি জামায়াতের

লিখেছেন লিখেছেন হক্ক কথা ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৭:২০ রাত

ব্লগার ও প্রকৌশলী আহমেদ রাজিব হায়দার শোভনের হত্যার সঙ্গে জামায়াত ও শিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই দাবি করে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতিতে দলের পক্ষে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ দাবি জানান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মো. ইব্রাহিমের স্বাক্ষরে এ বিবৃতিটি শনিবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো হয়।

বিবৃতি অভিযোগ করা হয়, দেশে কোনো অঘটন ঘটলে জামায়াত ও শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালায় আওয়ামী লীগ ও বামপন্থীরা। তারা এ পর্যন্ত যত অপপ্রচার চালিয়েছে তার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি জামায়াতের।

বিবৃতিতে ব্লগার রাজিব হত্যার জন্য সরকারকে দায়ী করে বলা হয়, ‘সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়ে ছাত্র, যুবক ও তরুণদের উচ্ছৃঙ্খলতার দিকে ঠেলে দিচ্ছে। এ উচ্ছৃঙ্খলতারই নির্মম শিকার হয়েছেন রাজিব।’

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তথ্য-প্রমাণ ছাড়া জামায়াত ও শিবিরকে দায়ী করে অপপ্রচার চালানো থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে দলটি।

জামায়াতের অভিযোগ, ‘যারা এ হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চায় না তারাই প্রকৃত খুনিদের আড়াল করার জন্য জামায়াত ও শিবিরকে দায়ী করে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজিব হত্যার ঘটনায় প্রমাণিত হচ্ছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কি সাংঘাতিক অবনতি ঘটেছে। দেশে আজ কারও জানমালের কোনো নিরাপত্তা নেই। সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ হয়েছে।’

এছাড়া বিবৃতিতে শাহবাগের সমাবেশ থেকে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রমহানকে খতম, বুদ্ধিজীবী ড. পিয়াস করিম ও ড. আসিফ নজরুলের চামড়া তুলে নেয়ার হুমকির নিন্দা জানানো হয়।

বিবৃতিতে সরকারকে ব্যর্থ দাবি করে সোমবার দেশজুড়ে জামায়াতের ডাকা হরতাল সফল করতে ছাত্র, তরুণ ও যুবসমাজের প্রতি আহ্বান জানানো হয়।Click this link

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File