আমরা ন্যায়ের ভক্ত
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ০৪ মার্চ, ২০১৩, ১১:৫৮:৩৯ রাত
চট পটা পট পট
যাসনে কাছে করবে গুলি
মেজাজ ওদের হট,
গ্রুম গ্রুম গ্রুম
করলে গুলি করুক ওরা
মরতে হলে মরুম,
ন্যায় ন্যায় ন্যায়
লড়াই হবে ওদের সাথে
মানবো না অন্যায়,
রক্ত রক্ত রক্ত
ঝরছে ঝরুক ভয় করি না
আমরা ন্যায়ের ভক্ত,
কা কা কা
আকাশে বাতাশে বারুদের গন্ধ
খাবি তারে খা।
বিষয়: সাহিত্য
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন