E=mc^2
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ০২ মার্চ, ২০১৩, ০৮:৫০:১২ রাত
নিরম্তর ছুটে চলে অবিরত কথা বলে
নতুন যুগের জটিল সব তত্ত্ব,
ভেবেছে সে এ আর এমন কি!
বিশ্ব জয়ের নেশায় হয়েছে মত্ত,
E=mc^2 সূত্র
তাকে নিয়ে গেছে,
দূর থেকে বহু দূরে।
যেতে যেতে হঠাৎ থেমে যায়,
মহাবিজ্ঞানির যাত্রা।
কোথায় যেন অমিল!
কারো সাথে নেই যোগসূত্র,
অনুভবে অদৃশ্য মহাশক্তি,
নেই তার কোন মাত্রা।
ফিরে পায় নতুন চেতনা,
শুরু হয় আবার যাত্রা।
তবে বিশ্ব জয়ের নয়,
নিজেকে খুজে পাওয়ার ,
এ এক মহাউম্মাদনা।
হৃদয়পটে ভেসে উঠে,
E=mc^2 সূত্র এর রহস্য;
আনন্দে আত্মহারা মহাবিজ্ঞানি,
বিশ্বকে জানাবে বলে;
হাতে তুলে নেয় কলম,
দেশ-কালের নির্মম পরিহাস!
ঠোট দু’টি কেঁপে উঠে,
কলমটা পরে পাশে,
তারপর......!!!!
বিষয়: সাহিত্য
১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন