স্বাধীন আমার দেশ
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৪:৩৯ রাত
বাংলাদেশের সোনার মানুষ
সোনা ফলাই মাঠে,
কলসী কাঁখে গ্রাম্য বধু
যায় না আর ঘাটে,
ধুম ধুমা ধুম বাজনা বাজে
যায় না শোনা গান,
তবু শুনি সকাল বিকাল
পাখির কলতান,
বৈশাখ আসে রাজধানিতে
পান্তা ইলিশ খায়,
পান্তা জোটে কৃষক ভায়ের
ইলিশ কি সে পায়?
রিমঝিম বৃষ্টি পরে
আষা্ঢ শ্রাবন মাসে,
পাকা রোডে গর্ত দেখে
হুতুম পেঁচা হাসে,
ভাদ্র মাস আসে যায়
কোথায় পাকা তাল?
তাল না পেলে দুঃখ কিসের
পাচ্ছি তো হরতাল,
কবি মন ভালো লাগে
স্বাধীন আমার দেশ,
এ দেশেতে জম্ম নিয়ে
ধন্য আমি বেশ,
তবু বলি দেশটা ভালো
একটু খানি বাজে,
নেতারা যে মিথ্যা বলে
মরছি তাই লাজে,
এ অবস্থা থাকবে না
আশায় বাধি বুক,
বাংলাদেশের সোনার মানুষ
ফিরে পাবে সুখ।।
বিষয়: সাহিত্য
১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন