টাকার শক্তি
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৪:০১ রাত
টাকা আনে মান সম্মান
টাকা তোলে জাতে,
টাকার জোরে নমিনী হয়
নির্বাচনে মাতে,
খুন-খারাবী যতই করো
টাকা ছাড়লে মাফ,
থাকলে টাকা সবাই তারে
বলে বাপরে বাপ,
পাহাড় সম টাকা তাদের
নেইকো তবু হুষ,
টাকার জন্য ব্যস্ত তারা
খেয়ে যাচ্ছে ঘুষ,
কত টাকা হলে তাদের
হবে স্বর্গবাস?
কত দিন আর চলবে এমন
জাতির সর্বনাশ?
দিনে দিনে দিন ফুরালো
থাকবো না আর চুপ,
প্রয়োজনে দেশ বাচাতে
পেতে দেবো বুক,
লাল-সবুজের শপথ নিয়ে
এগিয়ে যেতে হবে,
স্বাধীনতার সুফল তখন
ফিরে পাবে তবে।
বিষয়: সাহিত্য
১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন