সত্য পথে আয়
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১৪:২৩ সন্ধ্যা
আয় আয় আয় দিন ফুরিয়ে যায়,
সত্য পথে আয় সরল পথে আয়,
নবীন যারা আয় দ্বীনের পথে আয়
হিংসা ভূলে আয় মানব সেবই আয়,
আয় আয় আয় দিন ফুরিয়ে যায়,
সময় থাকতে আয় মিথ্যা ফেলে আয়,
শ্লোগান দিবে আয় লড়াই হবে আয়,
মিথ্যা যাবে আয় বিজয় হবে আয়।
আয় আয় আয় দিন ফুরিয়ে যায়,
কবর আছে আয় হিসাব হবে আয়,
চিন্তা করে আয় সঠিক পথে আয়,
দ্বীনের পথে আয় জান্নাত গেলে আয়।
বিষয়: সাহিত্য
১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন