সরল পথ-১

লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৫:৫১ রাত

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে আমরা মহান আল্লাহর কাছে সঠিক ও সরল পথ কামনা করি সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে। আমরা বলিঃ

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ

“আমাদেরকে সরল পথ দেখাও,”

মহান আল্লাহর শেখানো এই প্রার্থনা আমরা প্রতিদিন নুন্যতম পাঁচ বার বলে থাকি।মানব জীবনে সরল পথের গুরুত্ব অত্যন্ত তাৎপর্য্যপূর্ন। কারন যে ব্যক্তি সরল পথের সন্ধান পেল সে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেল।

কাজেই যে ব্যক্তি সরল পথের সন্ধান পেল সে আল্লাহর রহমতে সিক্ত হলো। এমন অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলিঃ

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

“হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।”

এটা চিরন্তন সত্য যে আল কোরান প্রদত্ত পথ হলো সরল পথ।

[সরল পথ কি? এর দার্শনিক বিশ্লেষণ পরবর্তি পর্বে প্রকশিত হবে ইনশাল্লাহ।]

বিষয়: সাহিত্য

১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File