সাঈদী সাহেব চাঁদে না, আছে অন্তরে
লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ০৩ মার্চ, ২০১৩, ০৭:২০:৩৩ সকাল
মুসলিম ভাই ও বোনেরা, গত দুই দিনে রটে গেছে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বহু জায়গায় যে সাঈদী সাহেবকে চাঁদের ভিতরে দেখা গেছে।
আসলে এগুলি সবই মতিভ্রম আর এই প্রচারনা কোন ভাবেই সঠিক না, এই প্রচারনার কারনে অনেক সুযোগ সন্ধানী আপনাদেরকে ঈমান হারাও করে ফেলতে পারে।
একটা কথা আমাদের মনে রাখা দরকার যে কোন মানুষ যদি কোন কিছু কল্পনা করে তাহলে সেটা অনেক কিছুর ভিতরেই সে সেটা দেখতে পায়, যেমন পুরানো দালানের গায়ে আপনি অনেক কিছুই দেখতে পাবেন তাই বলে সেটাকে সত্য ভাবার কোন কারন নেই বরং সেটা মনে কল্পনা।
তাই আসুন বিভ্রান্ত না হই এবং এগুলি মনে হচ্ছে একশ্রেনির মানুষের পরিকল্পিত প্রচারনা । আমরা কখনোই ভালো করে চাঁদকে এর আগে হয়ত দেখি নাই তাই এখন মনে যা আসছে সেটাই আমরা চাঁদের ভিতরে দেখছি কারন এখন আপনি মন দিয়ে সাঈদী সাহেবকেই কল্পনা করছেন চাঁদের ভিতরে আর তাই আপনার চক্ষুও সেটাই দেখছে।
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন