বাংলাদেশের প্রথম এবং একমাত্র অনলাইন ভিত্তিক হাদিসের ডিজিটাল লাইব্রেরী
লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৭:২৪ বিকাল
আস-সালামু আলাইকুম, অনেক দিন পর ব্লগে আসলাম, আসলে ব্লগের আগের সেই পরিবেশ নেই তাই আসতে খুব একটা ইচ্ছা করে না আর বেশীরভাগ সময় ইদানীং ব্যাস্ত থাকতে হয় বাংলায় হাদিসের ডাটাবেস তৈরি করা এবং ওয়েবের কাজগুলি নিয়ে।
আলহামদুলিল্লাহ্ আমাদের দেশে ইদানীং কোরআন এবং সহিহ হাদিসের চর্চা আগের থেকে অনেক বেড়েছে এবং সবাই সচেতন হচ্ছে বিশেষ করে যুব সমাজ বেশ অনেকটাই ধীরে ধীরে ইসলামের ছায়াতলে আসছে।
বাংলায় হাদিসের অনলাইনে তেমন বেশি একটা কাজ হয়নি এখনো আর এই কারনে আমি ব্যাক্তিগত ভাবে অনুভব করছিলাম এমন একটি হাদিসের সিস্টেম অনলাইন ভিত্তিক যাতে সবাই সহজেই হাদিস সার্চ করা, পড়া, শেয়ার করা, প্রিন্ট করা, মাস-আলা মাসায়েল ইত্যাদি সহজে পাওয়া যায়।
আলহামদুলিল্লাহ আল্লাহ্ আমার দু'আ কে কবুল করেছেন এবং তাঁরই ইচ্ছায় আমি এই কাজে হাত দিয়েছি এবং বর্তমানে বেশ অনেকদূর এগিয়ে যেতে আল্লাহ্ সাহায্য করেছেন। বর্তমানে প্রায় ২২০০০ (বাইশ হাজার) হাদিস আমাদের ডাটাবেসে আপডেট হয়েছে এবং সাথে প্রায় ১৪০০ (চোদ্দ শত) মাস-আলা, মাসায়েল ইত্যাদি আপডেট হয়েছে।
প্রতিদিন আমরা আস্তে আস্তে কিছু কিছু করে হাদিস এবং অন্যান্য বিষয় আপডেট করে থাকি এবং আমাদের জন্য আপনারা দু'আ করবেন যেন আল্লাহ্ আমাদের দ্বারা এই কাজকে সুচারুরূপে শেষ করান।
আল্লাহর কাছে তাউফিক প্রার্থনা করছি। আমাদের ওয়েবের ঠিকানা http://www.hadithbd.com
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার হাদিসের ডেটাবেজে আমি হাদিস টাইপ করে দিতে চাই। আমাকে জানান পরবর্তী স্টেপ কি হবে?
মন্তব্য করতে লগইন করুন