ঢাকার উত্তরায় অবস্থিত "মিলিনিয়াম সিকিউরিটি" কোম্পানির গার্ড সম্পর্কে সাবধান হউন।
লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ০২ নভেম্বর, ২০১৩, ১২:৪৭:৩৪ দুপুর
ঢাকার উত্তরাতে যারা থাকেন এবং বাড়ির মালিক তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা বাড়ির গার্ড হিসাবে বিভিন্ন সিকিউরিটি কোম্পানি থেকে লোক নিয়োগ দিয়ে থাকেন।
উত্তরাতে এমন একটি সিকিউরিটি কোম্পানি আছে যারা গার্ডের পোশাকে মূলত প্রফেশনাল চোর পাঠিয়ে থাকে এবং সেই গার্ড-চোর সুযোগ বুঝে আপনার মুল্যবান সম্পদ নিয়ে চম্পট দেয়। এই সিকিউরিটি কোম্পানির নাম "মিলিনিয়াম সিকিউরিটি" এবং তাদের কার্যালয় উত্তরার ৯ নম্বর সেক্টরের বেড়ী বাধের মাথায়।
এই সিকিউরিটি কোম্পানির চোরেরা আপনার মোবাইল, গাড়ির লুকিং গ্লাস এবং মোটর সাইকেল নিয়ে চম্পট দিয়ে থাকে মূলত। এই সিকিউরিটি কোম্পানিকে যদি আপনি চুরির পর কমপ্লেন করেন তাহলে তারা এমন কোন ব্যাক্তির নাম ঠিকানা দিবে যে আসলে কোন দিন চুরি করে নাই বা আদৌ সেই ব্যাক্তি নয়।
বর্তমানে এই কোম্পানির বিরুদ্ধে মামলা চলছে এহেন চোর সাপ্লাই দেবার কারনে।
বিষয়: বিবিধ
২৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন