সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং রিয়াযুস সলেহিন এখন বাংলা / ইংরেজি / আরবি ইউনিকোডে - বাংলাভাষায় মনে হয় এটাই প্রথম - http://www.hadithbd.com

লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ১৫ মে, ২০১৩, ১১:২১:৩৪ সকাল



আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল মনের কোনে যে যদি কোন ভাবে সহিহ হাদিস সমুহ ইউনিকোডে ওয়েব ভিত্তিক চালু করা সম্ভব যায় কি না, আর এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সার্চ করার অপশন যাতে মুহূর্তের মধ্যে যে কোন হাদিসকে কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে বের করা সম্ভব। এছাড়াও থাকবে প্রিন্ট করার অপশন, কোন হাদিস সম্পর্কে ভুল পেলে সেই হাদিস কে রিপোর্ট করা, ই-মেইল করে যে কোন হাদিস যে কাউকে মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেয়া ইত্তাদি।

আল্লাহ আমার এই লালিত সপ্ন পুরন করেছেন এবং আল্লাহর ইচ্ছায় আমি এই প্রোজেক্টে কাজ শুরু করে দিয়েছি গত ১৪/৫/২০১৩ থেকে ।

আপনি এই ওয়েবসাইটে যেভাবে হাদিসগুলি পড়তে পারবেন তার কিছু নমুনা নিচে তুলে ধরলাম।

১/ মেনু থেকে সরাসরি সব হাদিস পড়তে পারবেন এভাবে



২/ সার্চ করার কিছু অপশন নিম্নরুপ;



৩/ প্রিন্ট করতে পারবেন বাংলা / ইংরেজি / আরবি - যে কোন একটি বা একাধিক ভাষায়



এছাড়াও আর অনেক অপশন যোগ করব ইনশাআল্লাহ যাতে সহজেই আপনি যেভাবে চান সেভাবেই যেন হাদিস পড়তে এবং অন্য সাবার সাথে শেয়ার করতে পারেন।

এই সংক্রান্ত বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছি এবং যোগাযোগের ই-মেইল ঠিকানা ওয়েব সাইটে দিয়ে রেখেছি।

আল্লাহর কাছে তাউফিক প্রার্থনা করছি যাতে তিনি আমাকে সঠিক ভাবে এই প্রোজেক্ট শেষ করার সক্ষমতা দান করেন আর এর মাধ্যমে যেন পরকালের নাজাতের উসিলা করে দেন।

ওয়েব ঠিকানা http://www.hadithbd.com

বিষয়: বিবিধ

৩৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File