বিএনপি একটি সমবায় সমিতি লি: কোম্পানীতে পরিণত হয়েছে!
লিখেছেন লিখেছেন ফেলানি ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৪:১৯ রাত
বিএনপি একটি সমবায় সমিতি লি: কোম্পানীতে পরিণত হয়েছে! আজ বিএনপি এর আন্দোলনের অবস্থা এমন নাজুক অবস্থা পৌঁছে যে, তাদের সমবায় সমিতি লি: বললে ভুল হবে না। যখন দুর্বার আন্দোলন প্রয়োজন তখন দেখছি যে, বিএনপি হাত পা গুটিয়ে ঘরে বসে আছে। যে সময় আওয়ামী লীগ দেশের গনতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ঠিক সেই মূহুর্তে বিএনপি ফাঁকা বুলিয়ে আওড়িয়ে অহেতুক বক্তব্য দিয়ে যাচ্ছে। যখন ব্লগার একটিভিস্ট ছদ্ম নামে আওয়ামী লীগ অহেতুক আন্দোলন করে দেশের পরিস্থিতি ধ্বংসের দার প্রান্তে নিয়ে যাচ্ছে , মস্কো পন্থী বা রাজনীতির দিকে ফিরে যাচ্ছে দেশ, ঠিক সেই মূহুর্তে বিএনপির কোন রাজনৈতিক ভূমিকা নেই। এভাবে চলতে থাকলে বিএনপি এক ঘরে হয়ে যাবে। তাদের আর দেশের রাজনৈতিক কোন কাজে আসবে না। সমবায় সমিতি লি: হয়েই থাকবে বিএনপি। সেই দিকে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে!
বিএনপি ধারনা করছে জামায়াত ধ্বংস হলে তাদের কিছু আসবে না! এ বিষয়ে ছোট একটি গল্প বলে আমার এই ছোট লেখা শেষ করছি।“আখের জমি থেকে তিন বন্ধু (মুসলমান, খৃষ্টান ও হিন্দু)আখ চুরি করতে যেয়ে ধরা পড়লে মালিক কৌশলে প্রথমে হিন্দুকে ধরে বলে ওরা আমার জাত ভাই ওরা আখ খাবে খাক তুই খাইলি কেন? বলে তাকে মার দিল, পরবর্তীতে খৃষ্টানকেও ওইভাবে মেরে, তিন নম্বরে মুসলমান লোকটিকেও কৌশলে এককভাবে মারল” এখানে একটি বিষয় শিক্ষনীয় হলো একতা ভেঙ্গে তিনজনকেও মালিক পিটালো। আজ জামায়াতকে ধ্বংস করে পরবর্তীতে বিএনপিকেও ধরবে আওয়ামীলীগ। এ শিক্ষা নেওয়া উচিত বিএনপির। জানিনা কবে কুম্ভকর্নের ঘুম ভাঙ্গবে!
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন