ঈশ্বর টাকা দিচ্ছেন! বক্তব্য দিচ্ছেন ঈশ্বর! ঈশ্বর টাকা গুনছেন!
লিখেছেন লিখেছেন ফেলানি ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৪৫:০৩ দুপুর
আমার মনে একটা বিষয় খটকা লাগছে কয়েকদিন তাহলো শাহবাগের এ আন্দোলনের পিছনে কার হাত আছে, তারা যদি মানব চরিত্রের হয় তাহলে তাদের থাকা, খাওয়া সর্বোপরি প্রাত্যহকি প্রাকৃতিক চাহিদা মেটানো প্রয়োজন। কিন্তু কিভাবে তারা পাচ্ছে? কোন সূত্রের মাধ্যমে?
যেই ভাবনা এসেছে মনে সেই আল্লাহর পক্ষ থেকে সহযোগীতা এসে গেছে। শাহবাগ প্রজন্ম চত্ত্বরের আন্দোলন যে ভাবে জমে উঠেছে, কোথায় থেকে সহযোগীতা আসছে সে ব্যাপারে জনৈক ব্যক্তির মন্তব্য এভাবে এসেছে, "আমার এক শাহবাগী বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা এতলোকের আয়োজন, এত লোকের খাবারদাবার, এগুলো কে দিচ্ছে?...বন্ধুটি বলল, ঈশ্বর দিচ্ছেন (নামে মুসলমান হলেও শাহবাগের বন্ধুটি স্রষ্টা অর্থে আল্লাহ শব্দের পরিবর্তে ঈশ্বর বলা পছন্দ করে)। তাহলেতো ঈশ্বরকে দেখতে হবে। শাহবাগে এসে এক ঈশ্বরের দেখা পেয়েও গেলাম। পকেট থেকে থরে থরে টাকা বের করে দিচ্ছেন শাহবাগ আন্দোলনের নেপথ্যের এই ঈশ্বর। ক্যামেরা দেখে অবশ্য ভয় পেয়ে গেলেন। টাকা সামলে নিলেন। ভয় পেলেন ঈশ্বরের টাকা গ্রহণকারী ব্যাক্তিটিও। যাক অন্তত ঈশ্বর দর্শন হলো-------------------
১. ঈশ্বর টাকা দিচ্ছেন
২. ঈশ্বর টাকা গুনছেন
৩. ঈশ্বরের হাতে সব একহাজার টাকার নোট। কোন ভাংতি নাই
৪. ক্যামেরা দেখে টাকা লুকিয়ে ফেললেন ঈশ্বর। ভয় পেয়েছেন ঈশ্বরের সহকারীও..
৫. বক্তব্য দিচ্ছেন ঈশ্বর
৬. শাহবাগের রাতের মঞ্চও ঈশ্বরের দখলে
৭. মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ব্যানারের সামনে ক্যামেরায় ঈশ্বরের পোজ।
অনেক চিন্তা করে ঈশ্বর শব্দের একটা ব্যাখ্যা পাইলাম (সম্পূর্ণ আমার মস্তিস্ক প্রসূত) :
ঈশ্বর----------------ইশ্ব-র------------- 'র'
এই ঈশ্বরকে চিনে রাখতে সকলকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে"
খ্রীষ্ট ধর্মমতে ইশ্বর সবখানে বিরজমান। এই ইশ্বর কি সেই ইশ্বর!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিষয়: বিবিধ
১৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন