Good Luck Good Luckঅাজ অামার ২টি অানন্দGood Luck Good Luck

লিখেছেন লিখেছেন আবু ফারিহা ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৩:২৫:২৮ দুপুর

সকলের দোয়ার প্রত্যাশায় অাজ অামি সবাইকে দুইটি খুশীর সংবাদ দিচ্ছি। অাজই দুই জনের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। অালহামদুলিল্লাহ দু'জনেই ভালো করেছে। অামার অাম্মু ''ফারিহা'' নরসিংদী অাদর্শ একাডেমী, নরসিংদী থেকে বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেনী থেকে ''প্রথম স্হান'' অধিকার করে চতুর্থ শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে। অার অামার অাব্বু ''ফাহীম" জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ব্রাম্মন্দী কে. কে. এম. সরকারী উচ্চ বিদ্যালয়, নরসিংদী থেকে ''এ গ্রেট'' মানে ৪.৮৯ পেয়ে নবম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে। যদিও ওর এমন রেজাল্ট কারো প্রত্যাশা ছিলোনা। তবে এর প্রকৃত কারণ ও অাছে। পরীক্ষার ১৫ দিন পূর্বে হঠাৎ সাইকেল থেকে পড়ে বাম হাতটি ভেঙ্গে যাওয়ায় প্লাস্টার করা হাত নিয়ে পড়ালেখা তেমন করতে পারেনি। খাওয়া, গোসল, কাপড় পড়া সবই ওর অাম্মুর দ্বারা করতে হয়েছে। ভাঙ্গা হাত নিয়ে ''এ গ্রেট'' পাওয়ায় অামরা মহান রবের শুকুর অাদায় করছি। ভবিষ্যতে ওরা ২ জন যেনো অারো ভালো করতে পারে এবং উত্তম চরিত্রবান হতে পারে এ জন্যে অাপনাদের সবার কাছে ওদের জন্যে দোয়া কামনা করছি।

বিষয়: বিবিধ

১৪৫৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298099
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনার পুত্র ও কন্যার জন্য। আল্লাহ রাব্বুল আলামীন ওদের সর্বাঙ্গীন সহায় হোন। আমীন।
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩১
241350
আবু ফারিহা লিখেছেন : অামীন। ধন্যবাদ অাপু অাপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্যে।
298100
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
মোবারকবাদ, আল্লাহতায়ালা কবুল করুন

আমার ছোট ছেলে পিএসসিতে এ+ (জিপিএ ৫.০০) পেয়েছে- আলহামদুলিল্লাহ
দোয়া চাই

৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
241351
আবু ফারিহা লিখেছেন : ওয়া অালাইকুম ওয়াসসালাম। অামিন। মোবারকবাদ ও দোয়া রইলো।
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
241353
আবু ফারিহা লিখেছেন : ওয়া অালাইকুম ওয়াসসালাম। অামিন। মোবারকবাদ ও দোয়া রইলো। ফাহীম পেয়েছে ৪.৮৯
298104
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ।
তারা যেন প্রকৃত মানুষ হয়।
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
241354
আবু ফারিহা লিখেছেন : অামীন। ধন্যবাদ অাপনাকে।
298112
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
হতভাগা লিখেছেন : দোয়া করি আল্লাহ যাতে আপনাদের সঠিক পথে রাখেন - আমিন
৩০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
241355
আবু ফারিহা লিখেছেন : অামীন। ধন্যবাদ অাপনাকে।
320777
১৮ মে ২০১৫ দুপুর ০১:৪৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দো্য়া করি,তারা যেন প্রকৃত মানুষ হয়, আল্লাহ যাতে আপনাদের সঠিক পথে রাখেন - আমিন
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
320875
১৮ মে ২০১৫ রাত ০৯:২২
আবু ফারিহা লিখেছেন : অামীন। ধন্যবাদ অাপনাকে।

353992
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
355804
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৪
আবু ফারিহা লিখেছেন : যাযাকাল্লাহ খাইরান। আমাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিত করার জন্য। আসলে অফিসিয়াল কাজের ব্যস্ততায় আসার সুযোগ খুব কম। তবে আপনার পরামর্শ এপ্রিশিয়েট করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File