একজন লেখকের বিশ্লেষন মাওলানা সাঈদীকে চাঁদে দেখা নিয়ে

লিখেছেন লিখেছেন আবু ফারিহা ০২ মার্চ, ২০১৩, ০৮:০৬:২৮ রাত

একটা ব্যাপার লক্ষ্য করলাম কিছু মানুষ দাবি করছেন তারা চাঁদে মাওলানা সাঈদীর ছবি দেখেছেন। প্রিয় ভাই বোনেরা এটা ভিসুয়াল হ্যালুসিনেশান ছাড়া আর কিছুই না। এখন প্রশ্ন হল তাহলে এক সাথে এত লোক কি করে দেখল? উত্তর যখন কোন এরিয়ায় ভুত দেখা যায় তখন এক সাথে অনেক লোক দেখে। কারণ কেউ যখন বলে আমি ভুত দেখেছি সাথে সাথে অন্যজনের মস্তিষ্ক একটা ভুতের ছবি কল্পনা করে নেয়। আপনাদের সাথেও এমনই হয়েছে। মাওলানা সাঈদীকে অধিক ভালোবাসা এবং তার ফাঁসির রায়ে অত্যাধিক শোকড পাওয়ার কারণে এমন হয়েছে। তাই প্লিজ এ সব বিভ্রান্তি ছড়িয়ে উপহাসের পাত্র হবেন না। লক্ষ্য করুন এই নিউজটি বিডিনিউজ২৪ এর মত হলুদ পত্রিকায় এ খবর দেয়া হয়েছে। কারণ তারা চায় ইসলামপন্থীদেরকে নিয়ে উপহাস করতে। তাদের উপহাসের পাত্র প্রমাণ করতে। আর একটা ছবি দেখলাম চাঁদে ছবি-এমন ছবি সাধারণ ক্যামেরা দিয়ে উঠার কথা না। ওটা জাস্ট ফোটোশপে করা। চাইলে এমন ছবি যে কারোই করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

বিঃদ্রঃ ফেইচবুক থেকে নেওয়া।

বিষয়: বিবিধ

২১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File