একজন অাইনজীবির মনের লুকায়িত কিছু ব্যাথা.........................
লিখেছেন লিখেছেন আবু ফারিহা ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫০:২০ সকাল
সর্বকালের সর্বশ্রেষ্ট মিথ্যাচার ও তথাকথিত সাজানো নাটক অান্তর্জাতিক ট্রাইব্যুনাল দ্বারা নির্দোষ অাল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদন্ড না দেয়ায় রাষ্ট্রের খরিদকৃত অাইনজীবি এটর্নি জেনারেল মাহবুবে অালম খুউব কষ্ট পেয়েছেন বলে চ্যানেল অাই সাংবাদিকদের সকালে ব্রিফিং দিয়েছেন। তবে তিনি সবচেয় বেশী খুশী হয়েছেন কুরঅান ও ইসলামের এ্ই খাদেম অাল্লামা সাঈদীকে ধর্ষণকারী ও সাধারণ মানুষদের ধর্মান্তরিত করার অপরাধে যাবৎজীবন শাস্তি দেয়ার জন্য। কারণ এসব অাইনজীবিরা ব্যক্তি সাঈদী থেকে ইসলামের বদনাম করতে পারলে বেশী খুশী হয় বলে তার কথায়ই ফুটে উঠেছে। অাসলে ওরা মুসলমান নামদারী কুরঅান ও ইসলামের দুশমন।
বিষয়: বিবিধ
১৪৯৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-নরাধম যখন পদোন্নতি পায় অহংকার করে, আর যখন বিচারক হয় জবরদস্তি করে৷
মন্তব্য করতে লগইন করুন