রাজনীতিবিদদের চরিত্র কয়টি ও কি কি ?
লিখেছেন লিখেছেন আবু ফারিহা ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ১২:০৮:১১ দুপুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ দাবি করেছেন, তাঁর নতুন বইয়ে দল-সম্পর্কিত অভিব্যক্তিগুলো ব্যক্তিগত। তিনি দলীয় ব্যক্তি হিসেবে বই লেখেন না। রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে লেখেন। তার মানে যা লিখেন তার সবই ব্যক্তিগত। তাহলে বলতে চাই মওদুদ সাহেবদের চরিত্র কি এক না একের অধিক ? ব্যক্তিগত জীবনে অসৎ থাকলে দলীয় জীবনে থাকে সৎ। অথবা ব্যক্তিগত জীবনে সৎ থাকলে দলীয় জীবনে থাকে অসৎ। তার মানে দলীয় জীবনে রাজনীতি ও ক্ষমতার লোভে সত্যকে মিথ্যা অার মিথ্যাকে সত্য বলাই কি এসব ডিগবাজী নেতাদের অাসল চরিত্র? নাকি তাদের অাসল চরিত্র অন্যকিছু ?
লিংক এখানে........Click this link
বিষয়: বিবিধ
১৩৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন