জনৈক ব্লগার @ জান্নাতে পুরুষের জন্য ৭২ হুর, নারীর জন্য কি... প্রসংগে মডারেটর ও ব্লগারদের দৃষ্টি অাকর্ষন!
লিখেছেন লিখেছেন আবু ফারিহা ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৩:৩৩ দুপুর
মাননীয় সম্পাদকদের দৃষ্টি অাকর্ষণ করছি। ব্লগার গ্রামের পথে পথে এর লেখা জান্নাতে পুরুষের জন্য ৭২ হুর, নারীর জন্য কি? এই লেখাটা সরাসরি সকল মু'মিনের হৃদয়ে অাঘাত এনেছে নিঃসন্দেহে। তারপরও অাপনারা এই লেখাটিকে না সরিয়ে ওকে উৎসাহিত করছেন বলে মনে করছি। অার এতে বুঝে হোক না বুঝে হোক অনেক ব্লগাররাই মন্তব্য করে এ ধরনের ব্লগারদের উৎসাহিত করছে। সবার প্রতি অনুরুধ এ ধরনের লেখায় কেউ মন্তব্য করার পূর্বে ভেবে চিন্তে করবেন। হয়তো বা অামার সাথে সবাই একমত নাও হতে পারেন। তবে অামার দ্বায়িত্ব অামি পালন করার চেষ্টা করছি মাত্র। সকলকে ধন্যবাদ। [b]
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবার উচিত এই শয়তানের এজেন্টটিকে ব্লক করা।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে।
আমার একটা কথা ছিল মহান আল্লাহ প্রদত্ত হুর কে এলিট ভাইয়া চীণের পুতুলের সাথে মিশিয়ে যে উদাহরণ ঠেনেছে এই বিষয়ে আপনার অভিমত টা জানতে ইচ্ছে করছে---
উত্তরটা দেন আসেন Click this link
এসব ব্লগে কমন্টে করতে গেলেও তা পড়তে হয়। এভাবে উক্ত পোষ্টের পঠিত সংখা বেড়ে যায়, যা ব্লগারকে তৃপ্তি দেয়, সে তো এটাই চেয়েছে, তার ঐ কুরুচিপূর্ণ কথাগুলো বেশী বেশী পাঠকের মনে জ্বালা ধরাক!
এর একটা সমাধান আমি বের করেছি, ঐ ব্লগের পোষ্ট আমি পড়বোই না, তা যে শিরোনমই সে দিক না কেন। আর একটা হলো, তাকে ব্লক করে দেবো। আমি এভাবে দুটোকে এ পর্যন্ত ব্লক করেছি। তবে তাদের পোষ্টগুলো না পড়লে, মন্তব্য না করলে ওরা এমনিতেই একদিন সরে পড়বে।
আর ব্লগের মাডারেটরদে কিছু আসে যায় বলে মনে হয় না, ওদের ঘুম ভাংবে না। ওরা এখন 'মুক্তমনা' আর'প্রগতিশীল' হবার সাধনায় লিপ্ত!
মন্তব্য করতে লগইন করুন