জনৈক ব্লগার @ জান্নাতে পুরুষের জন্য ৭২ হুর, নারীর জন্য কি... প্রসংগে মডারেটর ও ব্লগারদের দৃষ্টি অাকর্ষন!

লিখেছেন লিখেছেন আবু ফারিহা ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৩:৩৩ দুপুর

মাননীয় সম্পাদকদের দৃষ্টি অাকর্ষণ করছি। ব্লগার গ্রামের পথে পথে এর লেখা জান্নাতে পুরুষের জন্য ৭২ হুর, নারীর জন্য কি? এই লেখাটা সরাসরি সকল মু'মিনের হৃদয়ে অাঘাত এনেছে নিঃসন্দেহে। তারপরও অাপনারা এই লেখাটিকে না সরিয়ে ওকে উৎসাহিত করছেন বলে মনে করছি। অার এতে বুঝে হোক না বুঝে হোক অনেক ব্লগাররাই মন্তব্য করে এ ধরনের ব্লগারদের উৎসাহিত করছে। সবার প্রতি অনুরুধ এ ধরনের লেখায় কেউ মন্তব্য করার পূর্বে ভেবে চিন্তে করবেন। হয়তো বা অামার সাথে সবাই একমত নাও হতে পারেন। তবে অামার দ্বায়িত্ব অামি পালন করার চেষ্টা করছি মাত্র। সকলকে ধন্যবাদ। [b]

বিষয়: বিবিধ

১৫১২ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264901
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
মামুন লিখেছেন : আপনার সাথে একমত।
সবার উচিত এই শয়তানের এজেন্টটিকে ব্লক করা।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। Rose Rose Rose
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০২
208566
কাহাফ লিখেছেন : দ্বীনি প্রয়োজনেই একমত পোষণ করছি আমিও.....।
264907
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৭
আবু ফারিহা লিখেছেন : ধন্যবাদ অাপনাকেও।
264909
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১০
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
208530
আবু ফারিহা লিখেছেন : অাপনাকেও ধন্যবাদ।
264913
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১২
এবেলা ওবেলা লিখেছেন :
আমরা দুনিয়ার (Sex doll) সেক্স ডলের সঙ্গে তুলনা করতে পারি। পুর্নাঙ্গ নারীর আকারে এক ধরনের পুতুল পাওয়া যায় যাতে কৃত্তিম নারী অঙ্গ বানানো আছে। এটা একটা যৌন খেলনা। এর সঙ্গে যৌনকর্ম করে দুধের স্বাধ ঘোলে মেটানো যায়। এই পুতুলগুলি দামের তারতম্য অনুযায়ী বিভিন্ন মানের হয়ে থাকে। কমদামী পুতুল, প্লাস্টিকের হয়। এগুলো বেলুনের মতন বাতাস দিয়ে ফোলানো থাকে। বাতাস বের করে, ভাজ করে রাখা যায়। সম্প্রতি চীনে উচ্চমুল্যের সেক্স ডল উদ্ভাবন করেছে। এগুলো সিলিকন দিয়ে বানানো, হটাত দেখলে বোঝাই যাবে না যে এটা একটা পুতুল। ঠোট নাড়িয়ে দু একটা কথাও বলতে পারে।
-----

আমার একটা কথা ছিল মহান আল্লাহ প্রদত্ত হুর কে এলিট ভাইয়া চীণের পুতুলের সাথে মিশিয়ে যে উদাহরণ ঠেনেছে এই বিষয়ে আপনার অভিমত টা জানতে ইচ্ছে করছে---
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
208554
নোমান২৯ লিখেছেন : এখানে উদাহরণ টানা হয়নি|শান্ত-শিষ্ট মন নিয়ে সহজ-সরল মস্তিষ্কে সুন্দর করে মনোযোগ দিয়ে লেখাটা আরেকবার পড়ার অনুরোধ করছি আপনাকে|ধন্যবাদ|
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
209115
ইমরান ভাই লিখেছেন : হ্যালো ওবেলা একটা প্রশ্ন ছিলো উত্তর দিলেন না তো? অন্য কোন নিকে ঘুড়তেছেন বলেন সেটাতে নাহয় প্রশ্নটা করবো ...


উত্তরটা দেন আসেন Click this link
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৩
209139
আবু ফারিহা লিখেছেন : ধন্যবাদ অাপনাকে মন্তব্যের জন্য। এলিট ভাইয়ের লেখাটি পড়ার এখনো সৌভাগ্য হয়নি। সময় করে পড়া হলে মন্তব্য দেয়ার চেষ্টা করবো।
264914
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৩
নোমান২৯ লিখেছেন : সহমত| অনেক ধন্যবাদ| Rose Rose
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৩
208546
আবু ফারিহা লিখেছেন : অাপনাকেও ধন্যবাদ।
264918
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
ফেরারী মন লিখেছেন : তাকে ব্যান করা হোক।
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
208547
আবু ফারিহা লিখেছেন : ধন্যবাদ অাপনাকে।
264921
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
আবু ফারিহা লিখেছেন : অাপনাকেও ধন্যবাদ।
264926
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি সেখানে একটি মন্তব্য করে এসেছি, সুযোগ হলে দেখে আসতে পারেন।
264939
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৫
আবু ফারিহা লিখেছেন : ওকে। অাপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১০
264945
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
নোমান২৯ লিখেছেন : আচ্ছা আচ্ছা |নিক ন্যাম না দিয়ে জনৈক ব্লগার দিয়ে শিরোনাম টা দেয়া যায় না? যদি যায় এডিট করে দেয়ার অনুরোধ রৈলো|ধন্যবাদ|
১১
264947
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪২
আবু ফারিহা লিখেছেন : পরামর্শের জন্য ধন্যবাদ।
১২
264978
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
হককথা লিখেছেন : এটা একটা স্থায়ী সমস্যা হয়ে দেখা দিয়েছে ইদানিং এ ব্লগে। অনেক ইসলাম বিদ্বেষী ব্লগার এসে এখানকার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। সহ্য করাটা যেমন যায় না, তেমনি আবার চুপ থাকাটাও অসম্ভব হয়ে পড়ে।
এসব ব্লগে কমন্টে করতে গেলেও তা পড়তে হয়। এভাবে উক্ত পোষ্টের পঠিত সংখা বেড়ে যায়, যা ব্লগারকে তৃপ্তি দেয়, সে তো এটাই চেয়েছে, তার ঐ কুরুচিপূর্ণ কথাগুলো বেশী বেশী পাঠকের মনে জ্বালা ধরাক!
এর একটা সমাধান আমি বের করেছি, ঐ ব্লগের পোষ্ট আমি পড়বোই না, তা যে শিরোনমই সে দিক না কেন। আর একটা হলো, তাকে ব্লক করে দেবো। আমি এভাবে দুটোকে এ পর্যন্ত ব্লক করেছি। তবে তাদের পোষ্টগুলো না পড়লে, মন্তব্য না করলে ওরা এমনিতেই একদিন সরে পড়বে।
আর ব্লগের মাডারেটরদে কিছু আসে যায় বলে মনে হয় না, ওদের ঘুম ভাংবে না। ওরা এখন 'মুক্তমনা' আর'প্রগতিশীল' হবার সাধনায় লিপ্ত!
১৩
264999
১৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৩
আবু ফারিহা লিখেছেন : অাপনার সাথে একমত। ধন্যবাদ।
১৪
265180
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০১
বাজলবী লিখেছেন : সহমত
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
209088
আবু ফারিহা লিখেছেন : একমত হওয়ায় ধন্যবাদ।
১৫
265220
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এক মত ধন্যবাদ।
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
209089
আবু ফারিহা লিখেছেন : একমত হওয়ায় ধন্যবাদ অাপনাকে।
১৬
265389
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
ইবনে আহমাদ লিখেছেন : যাদের কোন কাজ করার সময় নেই। অথবা অযথা মানুষকে ফিতনায় জড়াতে চায় তাদের এই কর্ম।
১৭
265430
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
আবু ফারিহা লিখেছেন : একদম ঠিক বলেছেন অাপনি। ধন্যবাদ অাপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File