আমার গল্প-৫ অবশেষে শারমিন আজ কাহিনী নয়. লিখতে চাই আমার কাব্য লেখার হাতিয়ারকে নিয়ে,,,,,,,,,,,
লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ২৯ মার্চ, ২০১৩, ০৯:২২:৪৩ সকাল
চলছে প্রাণ গাইছে গান
আপন করিয়া রাখিবে শান(শাহাদাৎ+শারমিন=শা্+ন)
তুমি অন্তিম ফুল
যে করেনা কখনও ভুল,
কপালে তোমার ছোট্ট কালো টিপ
চাঁদের আলোকে বলছে ঢিব ঢিব।
আঁধারে দেখা হেলানো চুল
এখনও করছে আমায় ব্যাকুল।
পাটি চেপ্টার মত নাক
করেছে আমায় অবাক
ওষ্ঠের ওপর প্রলেপ
মনে করেছি লাল রক্তের ব্যাগ
বলিতে চাইনা স্বপ্ন সাজ
ভাবিয়া মরি সাড়ারাত।
রেখেছি আমার ভাল হাত
রাখিও আমায় তোমার সাথ,,,,,,,,,,,,,
আমাদের জন্য দোয়া করবেন ,,,,,,যাতে আমাদের নামাজ কাজা না হয়।
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন