আমার গল্প-৩ অবশেষে শারমিন
লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ২৭ মার্চ, ২০১৩, ০৮:৩১:৪৯ সকাল
আমি এখন বেশি মিস আমার প্রিয় ভালবাসার মানুষটাকে যে আমাকে প্রথম মেয়ে হিসাবে আই লভ ইউ বলেছে।এই বছরের শুরু থেকে আমি যেন বেশি তার জন্য উধভীন্দ। নামাজ থেকে শুরু করে সর্ব কাজের ফাঁকে ফাঁকে আমি তাকে দেখি আমার মনে হয়না আমার নামাজ ভালভাবে হয়কিনা।ওর সাথে আমার বেশি কথা হয় এই বছরে তা ছিল আমার জীবনের ও ওর জীবনের প্রথম । যার জন্য ওকে মাথা ব্যথা সহ্য করতে হয়েছে একদিন, এমনকি প্রাইভেট পড়াও ছাড়তে হয় একদিন । এইদিনটি ছিল আমাদের জন্য সবছেয়ে দামি ও চির স্মরনীয় হয়ে থাকবে আজীবন কারণ দীর্ঘ ৩বছর আমি তার মুখথেকে কিছু একটা শুনতে চেয়েছি কিন্তু শুনতে পারিনি কারণ তখনও সে ছো্ট ।এখন আমার শুনার সময় এসেছে দিনটি ছিল ১০/৩/২০১৩ রবিবার রাত প্রায়২টা বাজে ।ও এখন পড়ে ক্লাস সেভেনে।আমি ওকে বলি আমাকে একবার ওরমুখ থেকে আই লভ ইউ বলতে। অনেকে মনে করবেন আগে হয়তো বলেনি কখনও কিন্তু না আগে বলেছে ইশারায় ও মেসেজে, ও আমাকে বলে ওকে ১০০ বার আই লভ ইউ বলতে,তারপর তুমি আমাকে বলবেত ও বলল হ্যাঁ আমি বলি প্রমেস ওবলে প্রমেস, আমি বলি পানি খেয়ে আসি কারণ দীর্ঘ ২ঘণ্টা কথা বলার পর গলাটা শুকিয়ে গেছে। অনেকে মনে করতে পারেন এতটুকু মেয়ের সাথে ২ঘণ্টা কি কথা বলল? আসলে খারাফ কোন কথা নয় কারণ ওত আমার বন্ধু নয় ওকে তো আমি বিয়ের জন্য ঠিক করেছি নআপনারা বুঝুন কেউকি চায় মনের মানূষটাকে খারাফ কথা বলে নষ্ট করতে সবাই চাইলেও আমি চাই না কারণ আল্লাহ আমাদের সোহাই হবেনা যে।আমি পানি খেয়ে এসে হাতের কর ধরে গুনে গুনে ১০০বার আই লভ ইউ বলেছি। এবার ওর পালা ও আর বলতে চায় না কারণ লজ্জা লাগে।আমি তো শুনবো শুধু ।ও বলে এখানে আর কে আছে আমি বলি কেউ নেই ।তখন কিছুখন চুপ করে থেকে বলে রাখি আমি বলি তুমি প্রমেস করেছিলে।তখন চুপ হয়ে থেকে বলে ওঠে ””””আই লভ ইউ,,,,,,,,,আমি বলি আবার বল ঐটা বলেছ আমার রিকয়েষ্ট এ । এবার আমাকে ফ্রি দাও তোমার কাছ থেকে, ও বলে আগে কখনও বলিনি তো যার জন্য লজ্জা লাগে আমি সমস্যা নাই বল,,,,ও আবার আমাকে আই লভ ইউ বলে ,,,,,শারমিন বলে এবার খুশিতো আমি বলি দুনিয়াটা যেন হাতে ফেলাম দীর্ঘ ৩ বছর পর ,,,,,,,,ও আমাকে বলে মাথা ব্যথা করে রাখি আমি বলি রাখবে রাখ । ও বলে আপনি রাখেন আমি বলি আমি রাকতে পারতে ছিনা তুমি রাখ অনেকখন নাচিয়ে ওকে দিয়ে কল রাখাই কারণ আমি রাখতে পারছিলাম না তখন আমরা গুড নাইট বলে কল রেখে দেই ,,,,,,,,,,,,,আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পবিএ ভালবাসার ইতিটানা সফল হয়। কারণ আমরা কাউকে কেউ দেখিনা আমাদের দেখার সময় বেশি হলে ৫ সেকেণ্ড হতে পারে ,,,,,,,,,
আমীন
বিষয়: বিবিধ
১৭৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন