আজ আর আমার গল্প নয় কিছু বাস্তবতাকে তুলে ধরতে পারি কিনা দেখি ,,,,,,,,,,,,
লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ২৫ মার্চ, ২০১৩, ১০:৩৬:১৯ রাত
আমি এমন গ্রামের বাসিন্দা নিজের লজ্জা হয় বলতে কিন্তু না বলে পারছিনা কারণ সমাজ নষ্ট হচ্ছে এসব কিছুর কারণে ।আমাদের গ্রামে যারা সমাজ পরিচালনা করে তাদের বেশির ভাগ লোক হচ্ছে জুয়ারি ,,,পতিতা ব্যবসা ,,,লুচ্ছামী .করে বেড়ায়। ফলে সমাজে কেমন উন্নতি আশা করা যায়?
গ্রামে বিচার করে জুয়ারি ব্যক্তিরা তারা জুয়া খেলার জন্য যে টাকা লাগে তা আদায় বিচার করে । টাকা দিলে বিচার ব্যবস্থা ন্যায় অন্যায় বুঝেনা
তাদের জুয়া খেলা দেখে ছোটরাও এখন জুয়ার প্রতি আকৃষ্ট সমাজ যাচ্ছে কোথায় বলুন
পতিতা নিয়ে গ্রামে বিচার হলে পতিতা মহিলা বলে কে বিচার করবে মেলি ব্যক্তিরা আমার কাপড়ের নিচে ধরা । একটু ভাবুন সমাজ কারা নষ্ট করছে। সমাজের কিছু কিছু লোক পতিতার সময় ধরা পড়েছে বলে ও সোনা যায়। তবে আমি বলতে পারি এরা আওমলীগ ও বিএন পি দল করে । আমি বুঝছি এই কারণে বলে দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শিষ<,,,,আসুন আমরা সবাই একটু সচেতন হই সবাই সবার সমাজটাকে আমাদের সমাজের মত নয় একটা নামাজি সমাজে পরিণত করুণ।
সবাই সবার সন্তানের প্রতি নজর দারি বাড়িয়ে দিন যাতে ও নষ্ট হতে না পারে সেজন্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন ...।মনে রাখবেন আমি এক ক্যান্সার আক্রান্ত সমাজে বাসকরছি আপনি এমন হবেন না দয়া করে ্
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন