’’’’’’’সমকালের জিজ্ঞাসায় সেলিনা হোসেনের জবাবের দ্বিমুখী যুক্তি,,,২ নারীদের বিরুদ্ধে নয় আল্লামা শফী তাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে,,,,,,,,,,,,
লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ১৮ জুলাই, ২০১৩, ১০:০৯:১৯ সকাল
প্রথমে আমি সেলিনা হোসেনের কাছে প্রশ্ন রাখতে চাই ।
প্রশ্ন: বাংলাদেশে নারীদের সতিত্ব হরণ কারীদের বিরুদ্ধে কি আইন আছে?
উওরে বলবেন ..রাত্রে জেলে যায় সকালে বাড়ি আসে ।
সেলিনা আপনি কি জানেন ১টা মেয়ে ১কই ব্যক্তি দ্বারা কয়েক বার ধর্ষিত হয় বলে বি বি সি সংবাদে জানা যায়।
যুক্তি..১ এখানে আল্লামা শফী সরকার নাকি? আপনারা তো অধিকারের নামে নারীর সতিত্ব নিয়ে খেলা করছেন ।
আল্লামা শফী তো ওদের জেল থেকে বের করে দেয়নি পুনরায় মেয়েটা ধর্ষণ করার জন্য।
কিভাবে আপনি অধিকারের কথা বলেন,,,,এদেশে নারীদের শ্রেষ্ঠ সম্পদ সতিত্ব রক্ষার কোন ব্যবস্হা নাই ।
আর আমাদের পাশের রাষ্ট্র ভারতে নারীদের জন্য রয়েছে ভাল আইন । যা হচ্ছে ধর্ষকের ফাঁসি শিখুন ভাল কিছু শিখুন ,অন্যায় গুলো শিখবেন না
আল্লামা শফীর মতে ,,, যদি কোরআন ও হাদীসের আইন চালু হয় নারীরা পর্দায় থাকবে, তাহলে নারী হবেনা ধর্ষিত।
আর ধর্ষনের জন্য থাকবে কঠিন কুরআনি আইন ফাঁসি,,,,যা সেলিনা হোসেন আপনার মেয়েদের রক্ষার জন্য সুপথ হবে ।
আর অন্যায়ের জন্য থাকবে জন সম্মুখে তার শাস্তি
প্রশ্ন::২ এটা কি,নারীদের বিরুদ্ধাচরণ বলুণ, আল্লাহর দোহাই বলুন?
সেলিনা হোসেন,,,,,আল্লাহ কুরআনে বলেছেন ,যে আমার বক্তদের সাথে বেয়াদবী করে, আমি নিজে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।
আর যারা শফীর হুজুরের সমালোচনা করেন তাদের বলতে চাই আগে দেখুন ইসলাম সর্ম্পকে যা জানেন তা নিজের ভিতর আছে কিনা ? আর ভাবুন আল্লামা শফী হুজুরের কাছে কতটুকু আছে ।
এখনও সময় আছে ক্ষমা চাই আল্লাহর কাছে নিজের ঈমানকে ঠিক করি । আল্লাহ ক্ষমা শীল ,দয়ালু ,রহমানুর রহিম..
বিষয়: বিবিধ
১৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন