”””””সমকালের জিজ্ঞাসায় সেলিনার জবাবের দ্বিমুখী যুক্তি ১!!! কোরআনের আলোকে আল্লামা শফী ও সেলিনার তপাত

লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ১৭ জুলাই, ২০১৩, ০৪:৫৯:০০ বিকাল

আমি প্রথমে যারা নামের নয় কাজের মুসলমান আছেন তাদের বলতে চাই,এবংআল্লাহ,ওতার রাসূলকে, কোরআন,হাদীস শফী হুজুরকে যারা প্রাণের চাইতে বেশি ভালবাসেন তারা অযথা সময় নষ্ট করবেন না্ ।

সেলিনা..আল্লামা শফীকে জাহালিয়ার যুগের মানুষ মনে হয়,তার উক্তির কারণে।

যুক্তি.১..সেলিনা আপনি বলেছেন আল্লামা শফী ১বিংশ শতাব্দীর মানুষ নয়,তার প্রমান পাওয়া যায় তার কথায়। আমার বলতে লজ্জা হয় কি ভাবে সমকাল আপনার মত মানুষকে জিজ্ঞাসা করে শফী হুজুরের উক্তি সম্পর্কে,আপনি কি বুঝতে পারেননি? শফী হুজুর তো জাহালিয়াতের যুগে জন্ম নেয়া ধর্ম তথা আজ থেকে ১৪-১৫শ বছর আগের জন্ম নেয়া ধর্ম সম্পর্কে কথা বলছিলেন ।যেমনে আপনার মনে হয়েছে তিনি বর্তমা্ন সমাজের মানুষ নয় , ঠিক তেমনি আমাদের মনে হচ্ছে, আপনি আবার নতুন করে কোন ধর্মের জন্ম দিতে চান,আর এটা হবে একবিংশ শতাব্দীর মুসলিম ধর্ম,যা কোন প্রভুর থেকে নয়,বরং আপনার মত ১বিংশ শতাব্দীর নারী সমাজের কাছ থেকে পাওয়া।

সেলিনা আপনার কাছে আমার প্রশ্ন.১...আল্লাহ ও তার রাসূল কোরআন, হাদীস কি! এই আপনার দেয়া ১বিংশ শতাব্দীর.জন্ম নাকি?

না জাহালিয়াতের যুগের?

প্রশ্ন.২...আপনি কি নিজেকে জ্ঞানী ভেবে একথা বলছেন?

না সরকারের কথা ভেবে বলছেন?

মনে রাখবেন আল্লাহ দুনিয়াও আখেরাতের সরকার।

যুক্তি.২..আল্লামা শফী হুজুর আপনার বাবাও বড়, ওনি আর তা করার বয়স নাই যা আপনারা ভাবছেন ,(আস্তাগফিরুল্লাহ)

ওনার পর্দা সম্পর্কে বলা উদারণ নিয়ে যে হট্টগোল পাকিয়েছেন আপনারা। একটা কদু ক্রয় করতে গেলে চিমটা দিয়ে দেখেন কচি না বাতি,এটা বুঝেন, ওটা না বুঝার বান করছেন কেন ?

কোথাকার পায়জমা কোথায় নিয়ে লাগাচ্ছেন ?

তেঁতুল তত্বের আরেক বিশ্বাস্ব প্রমাণ দিলেন শিকাগো বিশ্ব বিদ্যালয়।

তেঁতুল তত্বের মূল হচ্ছে,,,,,তেঁতুল দেখলে যেমন জ্বিবে পানি আসে ,,ঠিক বেপর্দা নারী দেখলে মনে কাম্য বাসনা জাগে,,,,,আর জাকের নায়েক বলেছেন এই বাসনা না জাগলে ডাক্তার দেখান । ম্যাডাম লাউ ক্ষেতে বেড়া দেয় যাতে মানুষের নজর না লাগে তাতে লাউ পচে যাবে, বাকিটা বুঝেন ?

সকল মা জাতির কাছে অনুরোধ, আল্লাহর রাসূলও আপনাদের গর্ভে জন্ম নিয়েছে বলুন এটা কি/ নারী সমাজের বিরোধীতা করেছে আল্লামা শফী হুজুর।

আবার সেই শফী হুজুরের মত উদারণ বুঝার জন্য পি এস রাখবেন।

কোরআনের আলোকে আল্লামাশফী ,,,,তার প্রমাণ কওমী মাদ্রাসা ও কোরআন ও হাদিসের আলোকে জীবন চলা।

সেলিনা কোরআন হাদিসের আলোকে ,,,,, যে নারীকে দৈনিক ৪০ জন পুরুষ দেখে সে দাইউস হয়ে যায় । আপনি কোথায় নিজে ভাবুন?

যারা কোন প্রকার উদারণ বুঝেন না তারা কখনও মিডিয়াতে এসে মানুষের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবেন না ।

আর আমাদের দেশের মিডিয়া হচ্ছে খাই খাই পাটি যে দিকে মেঘ সে দিকে ছাতি ,,,,,এই উদারন যুক্তির দিকে নিবেন অন্য দিকে নয়। মনে রাখবেন সরকার ৫ বছরের আল্লাহর কোন শেষ নেই।

আমরা আল্লাহর সৈনিক ,আসুন আল্লাহর দুনিয়াতে আল্লাহর রাজত্ব কায়েম করি । ইশা ছাত্র আন্দোলন

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File