বিবিসি’র মুখোশ উন্মোচন-১

লিখেছেন লিখেছেন সত্যবাক ১২ মার্চ, ২০১৩, ০৮:৫৫:৪৪ রাত

আজ ১২.০৩.২০১৩ সন্ধ্যা সাড়ে সাতটার বিবিসি বাংলার অনুষ্ঠানে বিরোধীদলের হরতালের সংবাদ প্রচার করতে যেয়ে বলা হলো- রাজধানী ঢাকার অলিতে গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল এবং কোথাও মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশি বাঁধার কারণে তা হতে পারেনি। এ পর্যন্ত বিবিসি ঠিকই বলেছে। এখান থেকে বুঝা যায়, বিরোধীদলের কর্মীরা রাজপথে নামান ব্যাপারে ঠিকই সক্রিয় ছিল। পুলিশ বাধা না দিলে, মিছিল করার অপরাধে গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলা ও সরাসরিগুলি করার ভয় না থাকলে, তারা অবশ্যই মিছিল করতো। এটাই এখন ঢাকার বাস্তব চিত্র। যাহোক , এরপরই বিবিসি বললো, “আজ সরকারীদল ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনকে রাজধানীর বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে হরতাল বিরোধী মিছিল করতে দেখা গেছে; যদিও বিরোধীদলের কর্মীদেরকে কোথাও মিছিল করতে দেখা যায়নি।”এমন কায়দা করে বিবিসি বললো, যাতে একজন শ্রোতার কাছে মনে হবে- সরকারী দল রাজপথে সক্রিয় ছিল আর বিরোধীদল ছিল নিস্ক্রিয়। কৌশলে সরকারীদল আওয়ামীলীগের প্রসংশা করল বিবিসি। এখানে নিরপেতা রা করে বিবিসি’র বলা উচিত ছিল, “পুলিশের সহযোগিতায় সরকারীদল ও তাদের অঙ্গসংগঠন রাজধানীর বিভিন্ন জায়গায় হরতাল বিরোধী মিছিল করেছে যদিও পুলিশী বাঁধার কারণে বিরোধীদলের কর্মীদের কোথাও মিছিল করতে দেয়া হয়নি।” এখানে প্রকৃত সত্যটি উচ্চারণ না করে চাতুর্যের মাধ্যমে বিবিসি বাংলা সরকারের অন্যায়কে আড়াল করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে! প্রতিদিনই এরূপ পকখপাতিত্ব নজরে পড়ছে। বিবিসি’র মত বিশ্ববিখ্যাত বৃটিশ মিডিয়া বা তার কোন কর্মী কি বাংলাদেশের বর্তমান সরকারী দল থেকে কোন ভাতা পায়? নতুবা বিবিস কেন এমন করছে, আমাদের বুঝে আসছে না।

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File