নিহত রাজীবের সতীর্থ শাহবাগে জড়ো হওয়া ব্লগারদের প্রতি শত ধিক্কার! বিচার চাই!

লিখেছেন লিখেছেন সত্যবাক ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫০:৪২ সকাল

মানুষকে চেনা যায় তার বন্ধুদের দ্বারা। নবী, রাসূল, নামাজ, রোযা,হ্জ্জ ও ইসলামের পবিত্র স্থানসমূহ সম্বন্ধে নিহত ব্লগার রাজিব ওরফে থাবার কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্যগুলোই বর্তমানে শাহবাগে অবস্থানকারী তার সতীর্থ ও সহযোগীদের চেনার জন্য যথেষ্ট। ওরা একই পথের পথিক, একই আদর্শে বিশ্বাসী। ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে ওরা বিকৃত মজা অনুভব করে। বুঝা যাচ্ছে, নাস্তিক দাউদ হায়দার ও সালমান রুশদির চেয়ে ভয়ঙ্কর নাস্তিকচক্র এদেশে গড়ে উঠছে আর ওদেরকে একশ্রেণীর ভ্রষ্ট মিডিয়া নতুন প্রজন্মের আইডল হিসেবে উপস্থাপন করছে। নতুন প্রজন্মকে নিয়ে এ এক ভয়ঙ্কর খেলা।পবিত্র ধর্মীয় অনুভুতিতে আঘাতদানকারী নাস্তিক ব্রগারচক্র ও তাদের দোসরদের বিচার চাই।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File