কত জন যুদ্ধাপরাধী? কত জন রাজাকার? কত জনের ফাঁসি হবে?

লিখেছেন লিখেছেন সত্যবাক ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫৫:৫৩ রাত

দালাল আইনে ৯০ হাজার রাজাকারের বিরুদ্ধে মামলা হয়েছিল।তবে কি শাহবাগ আনেদালনকারীরা ৯০ হাজার লোকের ফাঁসি চায়? প্রহিংসার উন্মদনায় তারা কি গোটা বাংলাদেশকে কসাই খানায় পরিণত করতে চায়? তারা তো কেবল জামাতের নেতাদের ফাঁসিই চাচ্ছে।বাংলাদেশের ৬৪ জেলায় যেয়ে কেবল এই কয়জন লোকই কি ৩০লক্ষ মানুষকে হত্যা করেছিল? অসংখ্য নারীকে ধর্ষন করেছিল? পাকিস্তানী সৈন্যদের বিচার তো কেউ চাচ্ছে না।যারা নিশ্চিতভাবে যুদ্ধাপরাধ করেছিল তাদের বিচারের কোন শ্লোগান নেই কেন? কার অপরাধে কাকে ফাঁসি দেয়ার আয়োজন চলছে? পিরোজপুরের মোসলেম রাজাকার ঘুরে বেড়াচ্ছে আর দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আয়োজন চলছে! হাতে গোনা কয়েকজন প্রতিপক্ষ রাজনীতিককে ফাঁসি দিয়ে হাজার হজার প্রকৃত অপরাধীর বিচারকে ধামাচাপা দিলে ৭১ এ শহীদদের আত্মা কি শান্তি পাবে? বিচারের নামে এ নির্মম পরিহাসে তাদের আত্মা কষ্ট পাবে।এতে ৭১এ শহীদদের প্রতি অবিচার হবে। এটা হবে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের নামে জাতির সাথে, নতুন প্রজন্মের সাথে প্রতারণা।যুদ্ধাপরাধের বিচারের মত পবিত্র বিষয়কে নিয়ে ঘৃণ্য রাজনীতি। একাজে সম্পৃক্তদের ইসিহাস কখনো ক্ষমা করবে না। অতএব, কোন নির্দিষ্ট ব্যাক্তির ফাঁসি নয় বরং স্বচ্ছ বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের উপযুক্ত শাস্তিই চাওয়া উচিত।যুদ্ধাপরাধের বিচারের মত পবিত্র ইস্যুকে নিয়ে তামাশা করা কোন সভ্য জাতির কাজ নয়।

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File