শাহবাগী ব্লগাররা এবার ১লা বৈশাখকে হাইজ্যাক করতে চাচ্ছে!!

লিখেছেন লিখেছেন সত্যবাক ০৭ এপ্রিল, ২০১৩, ১২:০৯:৩৯ দুপুর

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলাদেশের একটি বাৎসরিক উ]সবের দিন। এদিনে রাজধানীল রমনা পার্ক ও এর আশপাশের এলাকায় এমনিতেই বিপুল লোক সমাগম হয়। গতকালের একটি টিভি টকশোতে একজন প্যানাল অথিতি (সম্ভবত একটি সাহসী সাংবাদিক) গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, “ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা এবার ১লা বৈশাখের জাতীয় উৎসবের দিনে মহাসবাবেশের কর্মসূচী দিয়েছেন! আমরা দেখে আসছি, প্রতিবছর এদিনতে স্ত্রী-পরিজন, ছেলে-মেয়ে নিয়ে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানষ সাধারণত উৎসবের আমেজ নিয়ে একটু মুক্ত বাতাসে ঘুরতে বের হয়। রমনার বৈশাখী মেলা থেকে বাচ্চাদেরকে নানা খেলনা-বাঁশি-বেলুন ইত্যাদি কিনে দেয়। ১লা বৈশাখে এমনিতেই ব্যাপক লোক সমাগম হয় এখানে। সেদিন শহবাগে মহাসমাবেশ ডেকে তারা জাতীয় উৎসবের দিনটিকে হাইজ্যাক করে জাতিকে ভুল ম্যাসেজ দিতে চাচ্ছে। সাহস থাকলে অন্যদিন মহাসমাবেশ দিন। আমারা দেখবো, কত লোক আপনাদের সমাবেশে যোগ দেয়? আমি প্যালেন বক্তার কথা সমর্থন করছি। শাহবাগীরা অবৈধভাবে জাতীয় পতাকা ও জাতীয় ঐক্যের প্রতীকগুলোকে তাদের হীন স্বার্থে ব্যবহার করে বিতর্কিত অবস্থানে নিয়ে যাচ্ছে কিন্তু সরকার তাদেরকে কিছু বলছে না। সরকার যেহেতু কিছু বলছে না বরং তাদেরকে কখনো প্রকাশ্যে, কখনো গোপনে সহযোগিতা করছে সেহেতু বিরোধীদলকে বলবো, আপনারা শাহগবাগীদের অসৎ উদ্দেশ্যে সম্পর্কে আপনাদের কর্মী-সমর্থক ও আপামর দেশবাসীকে সতর্ক থাকার জন্য পক্রিকায় বিবৃতি দিন। যাতে সাধারণ মানুষ উৎসব পালনের সময় সতর্ক থাকেন এবং শাহবাকবাগীদের দলীয় ও গোষ্ঠি স্বার্থে ব্যববহৃত না হন।

বিষয়: বিবিধ

১৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File