এবার ঠেলা বুঝ সামু ব্লগ
লিখেছেন লিখেছেন রাজা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫৫:০২ বিকাল
সামু ব্লগ হল কাপুরুষ ব্লগ তারা সত্য বলতে ভয় পায়। সাম্প্রতিক সময়ে তারা কিসের/কাদের ভয়ে অনেক ভাল এবং সত্য পোস্ট ডিলেট করেছে যে কারনে আমরা সবাই হতাশ এবং সামু ব্লগ এ আর যায় না। সামু ব্লগকে বলতে চাই এতই যদি সত্য লিখতে ভয় পাও তাহলে ঘরে চুড়ি পরে বসে থাক, সাম্প্রতিক সময়ে তারা অনেক ভাল মানের ব্লগার কে ব্যান করেছে যে কারনে আমরা সবায় হতাশ। এবার ঠেলা বুঝ সামু ব্লগ। আজকে টু ডে ব্লগ এ সব চেয়ে বেশি ভিসিটর কারন একটাই এখানে সবাই স্বাধীন ভাবে লিখতে পারে ।
বিষয়: বিবিধ
২১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন