একটা জাতি কিভাবে আস্তে আস্তে অতল গহবরে চলে যাচ্ছে।
লিখেছেন লিখেছেন রাজা ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৯:৫১ দুপুর
জাতির কথা কেউ ভাবে না। এ ছাত্ররা (!) এতো সময় পায় কোথায়?? আমাদের মত বিদেশে এসে কাজ করলে বুঝতো, সময় এর কত দাম। বাবা রা আর কত লাফাইবা?? দেশের জন্য ভালো কিছু করে দেখাও।আর বিচারাধীন কোন বিষয়ে এভাবে আন্দোলন সভ্য কোন দেশে আছে কিনা, তা আমাদের (প্রবাসীরা) জানা নাই। আমাদের কাজ মিডিয়াতে দেখে বিদেশীরা মুচকী হাসে!! আর মনে মনে বলে “বাংগালী তোরা মানুষ হবি কবে”।দেশের কত বড় বড় সমস্যা,এগুলোর কথা কেউ বলে না। সরকারও ঘি ঢালতেছে আর গোপনে তাদের কাজ ঠিক মত করে নিচ্ছে।জাতির মানুষ গুলোকে কত বোকা বানিয়ে রেখেছে। আমিও মুক্তিযোদ্ধা ছিলাম !!এখন পরিচয় দেইনা। কারন এ জন্য যুদ্ধ করি নাই, তাই বিদেশে থেকে চিন্তা করি, একটা জাতি কিভাবে আস্তে আস্তে অতল গহবরে চলে যাচ্ছে।
প্রশ্নঃ
১। শাহবাগ এর ২৪ ঘণ্টার খরচের টাকার উৎস জাতি জানতে চায়
বিষয়: রাজনীতি
১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন