ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং আওমী জালিম সরকারের psychological গেম।
লিখেছেন লিখেছেন ম্যানচেস্টার থেকে বলছি ২০ মে, ২০১৩, ০৬:৩১:৪৮ সন্ধ্যা
আওমী জালিম সরকার ইসলামী ছাত্র শিবিরকে দূর্বল কররার নূতন পন্থা হাতে নিয়েছে। আর তা হলো শিবির কে মানসিক ভাবে দুর্বল করা psychological গেম এর মাধমে .শিবিরের আল্লাহ রাব্বুল আলামিনের উপর একনিষ্ট নির্বরতা , উন্নত নৈতিকতা , strong organisational structure , রাজনৈতিক দক্ষতা , সমাজিক ভাবে শিবিরের গ্রহণযোগ্যতা, এর কোনোটাই এই জালিম সরকারের মুকাবেলা করার সামর্থ নেই রাজনৈতিক ভাব। জালিমরা যখন বুঝতে পারেলো সরকারের কুত্তা বাহিনী দিয়ে অত্যাচার নির্যাতন ও শিবিরের এই অগ্রযাত্রা থামানো সম্ভব নয় তখন তারা বেচে নিয়েছে এই psychological গেম . শিবিরের কেন্দ্রীয় সভাপতি কে এই ভাবে আদালতে উপস্থাপন করা এই গেমেস এরই অংশ যাতে শিবিরের কর্মী ,সমর্থক এবং নেতারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
তোমরা যারা শিবির কর , মনে রাখবা পুরো জাতি আজ তোমাদের পানে চেয়ে আছে। দেশের প্রধান বিরোধীদল যখন হিজড়া আর মুনাফিকের আস্তনা এবং জাতির এই ক্লান্তি লগ্নে ওরা ছুডি পরে বসে আছে তাই এই পথ হারা জাতির এই কান্তি লগ্নে তোমরাই একমাত্র আশার আলো।আর এই যুদ্ধে যদি জালিমরা জয় লাভ করে আল্লাহর দরবারে তোমাদেরকেই জবাবদিহি করতে হবে।মনে রাখবা, রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে।আল্লাহ তোমাদের সাথে আছেন আর আছে পুরো জাতির দোআ।
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন