মজা! কে ছাড়িতে চায় রে...

লিখেছেন লিখেছেন পোস্টম্যান ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪১:২৫ সকাল

‌'‌জেগেছে আবার প্রজন্ম চত্বর'। খবর: বিডি টুডে।

গত বৃহষ্পতিবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হলুদ সাংবাদিক এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নব্য রাজাকার ঘোষণার মধ্য দিয়ে একদিকে ছাত্রলীগের সেক্রেটারি আরেক পাশে আওয়ামীলী সাংস্কৃতিক জোটের সভাপতিকে রেখে ১৭ দিনের সরকারি পিকনিকের সমাপ্তি ঘোষণা করলেন দলপতি ডা. এমরান। যিনি অবশ্য তার প্র্রিয় দল আওয়ামীলীগের নামটি তার পরনের ওড়নার নিচে লুকিয়ে রেখে ‌'ব্লগার' সেজেছেন। (পাঠক! খেয়াল করবেন, পাঞ্জাবীর উপরে এরা কিন্তু মেয়েদের মত ওড়না ব্যবহার করে)। ভাল, তাদের কৃপায় অসহায় নগরবাসী শাহবাগের মোড়ের রাস্তাগুলো আবার ব্যবহারের সুযোগ পেল। কিন্তু এখন একি শুনছি? আবার জেগেছে প্রজন্ম চত্বর! শিরোনাম দিতে গিয়ে বিডি টুডে অবশ্য একটু ভুল করে ফেলেছে। শিরোনামের 'আবার' শব্দটি বাদ দিতে হবে। কারণ ওরা জেগেই ছিল। তাই 'আবার জাগা'র প্রশ্নই আসে না। ওরা জেগে ছিল, জেগে থাকবে। ওয়াসার বিশুদ্ধ পানি, সিটি কর্পোরেশনের মোবাইল টয়লেট, বিভিন্ন কোম্পানির দেয়া সুস্বাদু বিরানীর প্যাকেট, বিনা টিকেটে নাচা-গানা, নর্তকীদের কোমর দুলানো রূপবানের যাত্রাপালা আর তার উপর যদি জোটে কিছু নগদ প্রাপ্তি। এত আনন্দোপকরণের মাঝে কে না জেগে থাকতে চায়? বিশেষ করে সোহরাওয়ার্দী, রমনা উদ্যানের ভাসমান লোকগুলোর থাকা-খাওয়ার কী সুন্দর একটা ব্যবস্থাই না হয়েছিল। শুধু ভাসমান লোকদের কথাই বা বলছি কেন, সেদিন আমার এক কলিগ বলছিল। বাসে মিরপুর থেকে আসার সময় মোবাইলে এক লোক অপর প্রান্তের লোককে বলছে, 'দুপুরে শাহবাগে গিয়ে খেয়ে তারপর ওখানে (শহরের প্রান্তে একটি এলাকার নাম) যাবি। গত বৃহষ্পাতিবারের সমাপ্তি ঘোষণায় তারা হয়ত হতাশ হয়েছিলেন। এখন ওই 'আবার জাগা'র খবরে হয়ত সেসব লোকদের মনেও 'আবার' আশার সঞ্চার হতে পারে।

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File