বিচার নাকি ফাঁসি
লিখেছেন লিখেছেন পোস্টম্যান ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৫:৪৮ সকাল
গত কয়েকদিন যাবত শাহবাগে যারা বিক্ষোভ করছেন তারা কি বিচার চান নাকি ফাঁসি চান। বিচার চাইলে তা তো চলছে। ২ জনের রায় হয়েছে, বাকিদের বিচার চলছে। প্রথম রায়ে যাদেরকে আনন্দে লাফাতে দেখলাম এখন দ্বিতীয় রায়ে তাদেরই দেখছি বেশ নাখোশ। তাহলে কি একই আদালত প্রথম রায়ে নিরপেক্ষ ছিল এখন অনিরপেক্ষ হয়ে গেল। বিক্ষোভকারীদের দাবী যদি এই হয় যে, বিচার যাই হোক, রায় হতে হবে ফাঁসির। তাহলে তো বিচারের দরকার নাই। আসামী তো বন্দী। 'ফাঁসির মঞ্চ প্রস্তুত' তবে বিলম্ব কেন? আশ্চর্যজনকভাবে দেখছি, সরকার এই বিচারবহির্ভূত হত্যার দাবীকে সাপোর্ট করছে। সেই আদালতের রায়ের বিরুদ্ধে তারা বিক্ষোভ করছে যে আদালত তারাই গঠন করেছে। যদি সরকার মনে করে এই আদালত নিরপেক্ষ বিচার করছে না তাহেল এই দায় কার? বিএনপির? জামাতের? নাকি...।
পত্রিকায় দেখলাম,শাহবাগের বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়া বাপ্পাদিত্য ২০০৬ সালের ২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার পর লাশের ওপর নৃত্য করেছিলো এই কুলাঙ্গার। ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি এই বাপ্পাদিত্যই এখন মিডিয়ার কল্যাণে মস্ত বড় ব্লগার ও শুদ্ধ তরুণ বনে গেছেন। এইসব ব্লগার (?)আর শুদ্ধ (?) তরুণদেরতো মানুষ খুনের অভিজ্ঞতা নতুন নয়। তারা বিচারের উপর ভরসা রাখবে কিভাবে?
বিষয়: বিবিধ
৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন