ট্রেনের এসিতে যাবেন? একটি দড়ি সঙ্গে নিয়েছেন তো?

লিখেছেন লিখেছেন পোস্টম্যান ০৫ জুলাই, ২০১৩, ০৮:১৭:৪৩ রাত



জয়পুরহাট থেকে রেলওয়ে স্টেশন থেকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা নীল সাগর ট্রেনে উঠেছিলাম। ট্রেন এক ঘন্টা লেট সেকথা না হয় না-ই বা বললাম। কারণ ন‌'টার ট্রেন ক'টায় ছাড়ে-এটা তো বিখ্যাত কথা। রাতের জার্ণি। জ্যৈষ্ঠের কাঠালপাকা গরমে একটু আরামের আশায় এসি কম্পার্টমেন্টের (স্নিগ্ধা) টিকেট কেটেছিলাম। এসির ভিআইপি যাত্রীদের কপালে এত যে দুর্দশা তা কোনদিন কল্পনাও করিনি। এসি (স্নিগ্ধা) বগিতে ঢুকে দেখলাম কোন সিট খালি নেই। আমাদের সীটে দিব্বি আরামে বসে আছেন অন্য লোক। যাই হোক, টিকেট দেখে আমাদের সিট দখলকারী যাত্রীরা খুব বিরক্তি সহকারে হলেও উঠে গেলেন। তাদের এই উঠে যাওয়া দেখে মনে হল, এরকম বিনা টিকেটের যাত্রী বোধ হয় আরো আছে। পরম আনন্দে সিটে বসতে গিয়ে ঘটল বিপত্তি। সফরসঙ্গী মোশতাক সিটে বসে আরামে একটু যেই গা এলিয়ে দিয়েছে আর অমনি সিটের পেছনের খাড়া অংশ মোশতাককে নিয়ে গিয়ে পড়ল তার পেছনের সিটের উপর। ভাগ্যিস, ট্রেন ছাড়েনি বলে পেছনের সিটের যাত্রী এখনও বসেননি। সিটসহ পেছনের যাত্রীর উপর গিয়ে পড়লে কী অবস্থা হতো- তা ভেবে খানিকটা ব্যাকুল হলাম। সাথে সাথে এক সম্ভাব্য বিপদ থেকে বেঁচে যাওয়ায় আল্লাহর শুকরিয়াও আদায় করলাম। যাই হোক, ট্রেনের এটেন্ডেন্ট এর সহায়তায় মোশতাকের জন্য একটা বিকল্প সীটের ব্যবস্থা হল। ট্রেন চলতে শুরু করল। কিছুক্ষণ পর সীটটি খালি দেখে একজন যাত্রী সেই ভাঙ্গা সীটটিতে বসলেন। তাকে বলা হল সীটটি ভাঙ্গা। পেছনে হেলান দিয়ে বসা যাবে না। তিনি জানালেন, তিনি যে সীটের টিকেট কেটেছেন সেই সীটটিও ভাঙ্গা বলে সেটা চেঞ্জ করে এই সীটে এসে বসেছেন। দীর্ঘপথ, সারা রাতের জার্নি। রোবটের মত বসে থেকে কি এই সময় কাটানো যাবে? তাই তিনি ভাঙ্গা সীটটি কিভাবে ঠিকঠাক করে ঘুমানোর উপযোগী করা যায় তার কসরত করতে লাগলেন। প্রথমে সীট কভারটি খুলে পাশের সীটের সাথে বেঁধে ভাঙ্গা সীটটি খাড়া রাখার করলেন। কিন্তু তেমন শক্ত হল না। এরপর তিনি ট্রেনের এটেন্ডেন্টের নিকট একটি দড়ি চাইলেন। এটেন্ডেন্ট জানালেন তার কাছে কোন দড়ি নেই। কিন্তু যাত্রীতো নাছোড়বান্দা। এদিক ওদিক একটি দড়ি খোঁজাখোঁজি করতে লাগলেন। একে তাকে জিজ্ঞেস করতে লাগলেন। কিন্তু ট্রেনে কি কেউ দড়ি নিয়ে উঠে? আফসোস হল, আহা! একটি দড়ি সাথে থাকলে বেচারার কতইনা উপকার হত! তাই পাঠকদের উপকারার্থে বলে রাখি, ট্রেনের এসিতে যাবেন? দড়ি সঙ্গে নিয়েছেন তো? না হলে...

বিষয়: বিবিধ

১৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File