শহীদ সাকিবের বোনের স্টাটাস

লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৪৪:৩২ রাত

"এমন জীবন তুমি করেছো গঠন,

মরণে হেসেছো তুমি কেঁদেছে ভুবন।"

পৃথিবীতে এসেছিস সবার শেষে কিন্তু চলে গেলি সবার আগে।

কিসের এতো তাড়া ছিল তোর??

জান্নাতের মেহমান হওয়ার???

তোর এই ছোট্ট জীবনে সব

কাজেই তুই ফার্স্ট ছিলি "মাদরাসা, সংগঠন, খেলাধুলা, পড়াশোনা সব কিছুতেই ।"

তাইতো তুই এই কাজেও

ফার্স্ট হয়ে গেলি।

ভাইয়া স্বার্থপরের

মতো চলে যাওয়ার আগে একবারও ভাবলিনা আমাদের

কথা, তোর বুড়ো মার কথা।

ভাবলিনা তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো??

ভাববিইবা কেন!!

এই নোংরা কদর্য পৃথিবী তো তোর মতো পবিত্র মানুষের মূল্য

দেয়না।

তবুও...........

ভাইয়া স্বপ্নেও তো ভাবিনি তোকে এতো তাড়াতাড়ি বিদায় জানাতে হবে!!

এভাবে চলে যাবি সবাইকে কাঁদিয়ে!!

বুঝতেই পারিনি তোর এই

ছোট্ট জীবনে তোর

এতো অর্জন!!!

টেরও পেলামনা কখন তুই

এতো এতো মর্যাদার

অধিকারী হয়ে গেলি!!!

হাজার হাজার মানুষ আজ

তোর জন্য কেঁদে বুক ভাসাচ্ছে।

ছুটে এসেছে তোকে শেষবারের

মতো এক নজর দেখতে!!!

সবার মুখে শুধু তোর কৃতিত্বের কথা।

ভাইয়া তুইতো আর ফিরে আসবিনা এই নোংরা পৃথিবীতে তবে মাঝে মাঝে এসে মা কে দেখে যাস।

মা খুব কষ্ট পাচ্ছে।

কিন্ত ধৈর্য ধারন করছে শুধুমাত্র শহীদের মা হিসেবে যেন হাশরের

মাঠে পরিচিত হতে পারে এই আশায়।

ভাইয়া জান্নাতে আমাদের

ছেড়ে একা একা যাসনে।

তুই শহীদ।

আমরা তোর গর্বিত বোন।"

- হুরে জন্নাত

উৎসঃ ফেসবুক /

বিষয়: বিবিধ

১৪৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302528
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৪৮
সন্ধাতারা লিখেছেন : I am really speechless to say anything....
302558
০২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : একজন শহীদের বোনের যে ঈমান থাকার কথা তাই দেখলাম। একজন শহীদের মায়ের সেই রকমই ধৈর্য। আল্লাহ শেষদিনে তাদের সম্মানিত করুন। আমীন।।
302565
০২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৪
প্রেসিডেন্ট লিখেছেন : Just speechless!
302573
০২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৮
আলআমিন লিখেছেন : কষ্ট হচ্ছে
310550
২২ মার্চ ২০১৫ রাত ১০:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : সত্যি সাকিবের বোনের কথায় আমি বাকরুদ্ধ অথচ অনেক কথা বলার ছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File