এমআরপি পাসপোর্ট লাগবে হজে যেতে

লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ১৯ মে, ২০১৪, ১২:২৪:৫০ দুপুর



বাংলাদেশ থেকেClick this link হজে যাওয়ার নতুন নিয়ম করেছে সৌদি আবর সরকার। হজে যেতে হলে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) থাকতে হবে। ফলে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে আর হজে যেতে পারবে না বাংলাদেশিরা।

এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, এ বছর থেকে হজ ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য সৌদি সরকার নতুন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। হজযাত্রীদের তাদের পাসপোর্টকে মেশিন রিডেবল করে সব তথ্য সৌদি আরবের অভিবাসন শাখায় দিতে হবে।

কিন্তু এ প্রক্রিয়া শুধু এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করেন তারা এ প্রক্রিয়ার আওতায় আসবেন না। এ কারণে এ বছর থেকে এমআরপি ছাড়া কেউ হজ পালন করতে পারবেন না।

সূ্ত্র:- বিডিটুডে ম্যাগাজিন।http://www.onbangladesh.org/newsdetail/detail/200/77578

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223332
১৯ মে ২০১৪ দুপুর ১২:৪৫
নীল জোছনা লিখেছেন : ধন্যবাদ
223335
১৯ মে ২০১৪ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : তার মানে হাতে লেখা পাসপোর্টধারীকে এমআরপি করেই হজে আসতে হবে !

আল্লাহ বাচাইছে , আমি নতুনভাবেই এমআরপি করছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File