গ্রাম বাংলা কার না ভাল লাগে! ছবি ব্লগ।
লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ২৬ আগস্ট, ২০১৩, ১২:১৯:২২ দুপুর
জলপোকার কামড়ের হাত থেকে বাঁচতে পুরো শরীরে বিশেষ ধরনের তেল মালিশ করছেন জেলেরা।
ডারকি নিয়ে পানিতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা ।
মাছ ধরতে পানিতে নামছেন।
মাছ ধরার জন্য পানিতে ডারকিগুলো পেতে রাখতে হয়। এই ডারকিতে ছোট ছোট মাছ ধরা পড়ে।
মাছ ধরার জন্য পানিতে ডারকিগুলো পেতে রাখতে হয়। এই ডারকিতে ছোট ছোট মাছ ধরা পড়ে
কচুরিপানার নিচে লুকিয়ে থাকা মাছ ধরছেন জেলেরা ।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জেলেরা ডারকি তুলছেন ।
ডারকি থেকে মাছ বের করে পাত্রে রাখা হচ্ছে ।
মাছ ধরে তা বিক্রি করাই এসব মানুষের জীবিকার প্রধান উত্স। তাই ভোরবেলাতেই মাছ ধরার জন্য তাঁরা বাঁশের তৈরি ফাঁদ (স্থানীয় ভাষায় ডারকি) নিয়ে যাচ্ছেন। ছবিটি রংপুরের কাউনিয়া উপজেলার স্টেশন এলাকা থেকে তোলা।
ছবি গুলার উৎসঃ প্রথম আলো।
আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
বিষয়: বিবিধ
৪৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন