চাঁদপুরের কিছু ছবি। আপনাদের জন্য শেয়ার করলাম।
লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ১৫ জুন, ২০১৩, ০৪:৫৮:৩৭ বিকাল
মৈশাদী, চাঁদপুর সদর।
খেজুর গাছের ডালে বাবুই পাখির বাসা।
এখন খুব একটা দেখাই যায় না
তবে চাঁদপুরে কিছু কিছু গ্রামে দেখা যায় এখনো ।
চাঁদপুরের ইলিশ চত্বর
আমার গ্রামে এটাকে বলে বেল। আপনাদের এলাকায় এটাকে কিবলে?
পদ্মার রূপালী ইলিশ।
অঙ্গিকার
গ্রামের শোরু পথ।
চাঁদপুর আমার দেখা সব থেকে সুন্দর শহর গুলোর মাঝে একটা। যেখানে বহু আগেই মন হারিয়েছি। মন হারিয়েছি মেঘনার ঢেউ ভাঙ্গা তীরে।
হাসান আলী সরঃ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ
ঐ দেখাযায় গরুর গাড়ি
কৃষক চলেছে আপন বাড়ি
খুশিতে খুশিতে .........
চাঁদপুর লঞ্চ ঘাট
গায়ের পথে পালকি করে নববধুকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে গ্রামের ছেলে-মেয়েরা রাস্তায় আর বৌ-ঝিয়ের বাড়ির ভিতর থেকে উঁকি-ঝুকি মারত। পালকির মধ্যে বসা বৌকে দেখে তারাও হারিয়ে যেত কল্পনার রাজ্যে। ছয় বেয়ারা পালকি কাঁধে নিয়ে ছন্দ তুলে বৌকে নিয...়ে যেত বাংলার শ্যামল মেঠো পথে। এ যুগের বধুরা আর পালকিতে লজ্জারাঙা মুখে শ্বশুর বাড়িতে যায় না। শ্যামল বাংলা, সেই মেঠো পথ, নতুন বধু সবই আছে, কিন্তু যান্ত্রিক যুগে নেই শুধু পালকি। পালকির ব্যবহার কিভাবে কখন এদেশে শুরু হয়েছিল তা সঠিকভাবে যায়নি। তবে মোঘল ও পাঠান আমলে বাদশাহ, সুলতান, বেগম ও শাহাজাদীরা পালকিতে যাতায়াত করত বলে জানা গেছে। ইংরেজ আমলউনীলকররা পালকিতে করে এক স্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়াতো। আর সেজন্যই পালকি অভিজাত শ্রেণীর বাহন হিসেবে গন্য করা হতো।সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমাদের নতুন প্রজন্ম পালকি নামক মানুষের ঘাড়ে চড়ে বসা কোন বাহনের কথা বই পুস্তকে পড়বে এবং লোকশিল্প যাদুঘরে গিয়ে সাজানো গোছানো কৃত্রিম পালকি দেখবে।
বিষয়: বিবিধ
৫৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন