Rose Roseতোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার ( ছবি ব্লগ) Rose Rose

লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ৩১ মে, ২০১৩, ০৩:৪২:৪০ দুপুর

মধু মাসের মধু ফল হলো আম, জাম, কাঁঠাল, লিচু। তবে আমের স্থান হচ্ছে সবর শীর্ষে অর্থাত্ আম সব ফলের সেরা।







ফলের রাজা আম। আম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশ্বের সব দেশে আম নেই, কিন্তু একবার যে এই আম খেয়েছে তার পক্ষে একে ভোলা সম্ভব নয়।













আমাদের দেশেও লিচু একটি অন্যতম জনপ্রিয় ফল।





কাঁঠাল। পৃথিবীর সবচেয়ে বড় আকারের মজার ফল এটি। কাঁঠাল শুধু জাতীয় ফল নয়, গরিবের ফল নামেও পরিচিত। কাঁঠাল কাঁচা অবস্থায় সবজিরূপেও মজা করে খায় এদেশের মানুষ।







জাম মুখরোচক রসালো ফল। পাকা জাম দেখতে ঘন কালো বলেই হয়ত এর নাম হয়েছে কালোজাম। কাচা অবস্থায় এ ফল খাওয়া যায় না। কিন্তু পাকা ফল সুস্বাদু। জামের প্রচুর খাদ্যগুণ রয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর বৈরিতা উপেক্ষা করেও এ ফল গাছটি টিকে আছে। থোকা থোকা বেগুনি রঙের জাম ছোটদের অতি প্রিয় ফল। গরমকালে নুন মরিচ দিয়ে বানানো জামের কথা মনে পড়লে জিভে পানি এসে যায়।



পাকা জাম

বিষয়: বিবিধ

৮০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File