আসলে কি আমরা রাজাকারমুক্ত বাংলাদেশ পাবো?
লিখেছেন লিখেছেন হাফিজুর ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১৮:৫৮ সন্ধ্যা
হতাশা নিয়ে বলতে হচ্ছে যে আমরা কি রাজাকার মুক্ত বাংলাদেশ পাবো? হয়তো বলবেন, কেন? আমরা রাজাকার মুক্ত বাঙলাদেশ পাবো না? আবশ্যই পাবো। হ্যাঁ আমরা পাবো
যদি আমরা সকল জনতাকে এক মঞ্চে আনতে সক্ষম হয় এবং আমাদের মধ্যে নতুন কোন রাজাকার নতুন করে সৃস্টি না হয়। কারণ অতীত আজও আমাকে হতাশাগ্রস্থ করে রেখেছে। বাঙলাদেশের রাজনীতির মেরুকরণ অতীতে যা আমি দেখেছি তা হতে সেই ইতিহাস হতে আমার ভয় হয়, আবার কি আমাদের এই প্রজন্মকে ক্ষমতালোভী বিএনপি ও আওয়ামীলীগ হতে মুক্ত রাখতে পারবো? কেননা সামন্য একটুকু পিছনে গেলে দেখব স্বাধীনতার পক্ষের শক্তি নামে খ্যাত আওয়ামীলীগও (যার নাম নিলে ওজু করতে হয়) যুদ্ধাপরাধীদের সাথে একত্রিত / সন্ধি করে আন্দোলন করেছে!!! অন্যদিকে বিএনপির সাথেতো বর্তমানে আছে সেই নাপাক জামাত শিবির!
তাহলে আমরা কার ভরসায় বিশ্বাস করবো কাজাকার মুক্ত বাংলাদেশ পাব?
না , আমরা অবশ্যই সেই বাংলাদেশ পাবো যেখানে কোন রাজাকার থাকবে না , দুর্নীতি থাকবে না , অন্যায় অবিচার থাকবে না, কাদাছোড়াছুড়ির রাজনীতি থাকবে না, মিথ্যাচারের রাজনীতি থাকবে না ।
যদি আমাদের এই তরুণ সমাজ এর মধ্যে কোন রাজাকার সৃস্টি না হয়। তবেই আমাদের আজকের এই আন্দোলন সফল হবে।
জয় হোক তরুন সমাজের। জয় হোক চলমান আন্দোরনের।
জামায়াত-শিবির নিপাত যাক
এ দেশের মানুষ মুক্তি পাক।
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন