চাঁদাবাজ ও সন্ত্রাসের হাত থেকে বাঁচতে চাই

লিখেছেন লিখেছেন ইউনুছ ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৩৫:৪০ সন্ধ্যা

আমাদের দেশের বেশীরভাগ মানুষই হাড়ভাঙ্গা পরিশ্রম করে দু'মুঠো ডাল-ভাত যোগার করতে কষ্ট হয়। আরেক শ্রেণী আছে যারা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে চাঁদার ভাগ পকেটে নিয়ে খুবই আরাম-আয়াশের মধ্যে জীবন-যাপন করে। আমাদের দেশে অবৈধভাবে চাঁদা আদায়ের ক্ষেত্র অনেক। তার মধ্যে হরহামেশাই যেসব চাঁদা উঠানো হয় তা হলো নতুন বাড়ী ঘর করতে চাঁদা, নতুন অফিস করতে চাঁদা, গার্মেন্টসের জুট অথবা মালামাল বের করতে চাঁদা, জায়গা কিনতে চাঁদা দোকান করতে চাঁদা। মনে হয় যেন চাঁদার খাত বলে আর শেষ করা যাবে না। আর এই চাঁদাবাজদের দৌরাত্যে সর্বশান্ত হচ্ছে যারা তারা আইনের আশ্রয় নিয়েও কোন কাজ হচ্ছে না। এ ব্যাপারে আইনের আশ্রয় নিয়ে আরও বেশি সমস্যায় পড়তে হয়। পুলিশও বিভিন্নভাবে চাঁদা আদায় করে। আর এই চাঁদা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয় অনেক মানুষকেই। চাঁদাবাজ ও সন্ত্রাস এখন আমাদের সমাজে এমন হয়ে দাঁড়িয়েছে যে, এটাই স্বাভাবিক ব্যাপার।

বিষয়: বিবিধ

৮২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File