বাঘ আসিল! বাঘ আসিল!!!
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ৩০ মার্চ, ২০১৩, ০৫:০৪:৩২ বিকাল
প্রিয় ব্লগার ও পাঠকবৃন্ধ, রাখাল বালক আর বাঘের গল্প নিশ্চই আমাদের সবার জানা।
আমাদের দেশের সাম্প্রতিক কালের রাজনীতিকদের বাক্যালাপ ও কর্মকান্ড আমাকে সেই রাখাল বালক আর বাঘের গল্পটি ই স্মরণ করিয়ে দিচ্ছে।
যেমন বিরোধী দলীয় নেত্রী বলছেন, " সেনাবাহীনি সময়মত দায়ীত্ব পালন করবে,.........।"
প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে ভাষনে বললেন, " গণতন্ত্র রক্ষায় সেনাবাহীনিকে সজাগ থাকতে হবে,...........।"
সাবেক সেনা শাসক এরশাদ বললেন, " নির্বাচন হতে হলে ৩য় শক্তির হস্থক্ষেপ লাগবে।"
সরকার দলীয় নেত্রীবৃন্দ হর হামেসাই বলে যাচ্ছেন বিরোধী দল সেনাবাহীনিকে উস্কে দিচ্ছে, সুশীল সমাজ এবং রাজনৈতক বোদ্ধারা বলে আসছেন আবারও ১/১১ এর আশঙ্কা তৈরি হয়েছে, দেশে বর্তমানে চলছে গৃহযুদ্ধাবস্থা! এই অবস্থায় দেশের সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছে আবারও বুঝি দেশে ১/১১ মত একটা সরকার আসতে পারে, যা কিনা করোরই কাম্য নয়।
কিন্তু যেদিন সত্যি সত্যিই এমন কোন পরিস্থিতি দেশে ঘটে যাবে সেদিন ঐ রাখাল বালকের মতই হবে আমাদের অবস্থা, আর কিছুই করার থাকবে না।
তাই সময় থাকতে সবাইকেই সাবধান হতে হবে নচেৎ মহাবিপদ সন্নিকটেই !!!
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন