"পুলিশের বাড়াবাড়ি ও প্রতিটি মৃত্যুর তদন্তের আহবান ব্রিটেনের"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৪ মার্চ, ২০১৩, ০১:১১:৩৪ দুপুর
বাংলাদেশের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে ব্রিটেনের সিনিয়র পররাষ্ট্রমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শেনের আহবান জানিয়েছেন। বুধবার লন্ডনে দেয়া এক বিবৃতিতে ব্যারোনেস ওয়ার্সি বলেছেন, গণতন্ত্রের মুল শক্তি হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ায় সব নাগরিকের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।
ব্রিটেনের সিনিয়র ও কমনওয়েলথ বিষয়ক সিনিয়রমন্ত্রী ওয়ার্সী বলেন, আমরা স্পষ্টভাবে সহিংসতার নিন্দা জানাচ্ছি। প্রতিটি মৃত্যু ও পুলিশের বাড়াবাড়ির অভিযোগ তদন্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
ব্রিটিশ মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সাম্প্রতিক সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাদেরকে এ বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের কথা জানিয়েছি।
ধর্মঘট ও সহিংসতা ব্যবসা-বাণিজ্য, সংখ্যালঘুসহ পরিবার ও সম্প্রদায়ের উপর কতটা প্রভাব ফেলে তা উপলব্ধি করা খুবই জরুরি বলেও বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন।
সূত্রঃ ১৪ মার্চ (জাস্ট নিউজ অনলাইন)
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন