শাহাবাগ আন্দোলন ও আমাদের মিডিয়া!
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৯ মার্চ, ২০১৩, ০৪:৩৭:৫৭ বিকাল
সাম্প্রতিককালের শাহাবাগ আন্দোলন নিয়ে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া যেভাবে অতিমাত্রায় বাড়াবাড়ি করে যাচ্ছে তা ইতিহাসে কলঙ্কিত নজির হয়ে থাকবে। প্রথম থেকেই মিডিয়া যে ভাবে শাহাবাগ আন্দোলনে হুমরি খেয়ে পড়েছে তাতে মনে হয়, দেশে শাহাবাগ ছাড়া আর কোন সংবাদ নেই! তরুণপ্রজন্ম যেভাবে ট্রাইব্যুনালকে বৃদ্ধাঙ্গুলী দেখালো, আদালতের রায় অবমাননা এবং আদালতকে প্রশ্নবিদ্ধ করল, তার দায় অনকেটাই কিছু স্বার্থান্বেষী মিডিয়াকে নিতে হবে।
বিডিআর বিদ্রোহের সময় আমরা লক্ষ করেছিলাম কিছু মিডিয়া বিডিআরদের সহমত দেখিয়ে প্রথম দিন নিউজ করেছিল, যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিল আর বিডিআর বিদ্রোহের জওয়ানরা উৎসাহ পেয়েছিল, এবং পরের রাতে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, পরে অবশ্য অনেক মিডিয়া তাদের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু অঘটন যা ঘটার তা ঘটেই গেল।
দেশের মানুষের আশঙ্কা মিডিয়ার একপেশে প্রচারনা এবং কিছু অতি উৎসাহী মানুষের কারণে আবারওনা এমন অনাকাঙ্খিত কোন বিষয় ঘটে যায়, যা কিনা আমাদের বিচার বিভাগ এর উপর মানুষের অনাস্থার সৃষ্টি করে?
( বিঃদ্রঃ- আমার এ বিশ্লেষন ভুল হলে, তা মার্জনীয়)
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন