"প্রকৃতিতে কখনও শুন্যতা থাকে না"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ৩০ জুন, ২০১৫, ১২:২৬:৪৩ দুপুর
যখন কোন সমাজ বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, কিংবা রাজনৈতিক অঙ্গনে,
সৎ যোগ্য দক্ষ মেধাবী ও আদর্শবান লোকেরা এগিয়ে না আসে;
তখন তদস্থলে অযোগ্য অসৎ অশিক্ষত দূর্নীতিপরায়ন লোকেরা আসন গেড়ে বসে।
প্রকৃতিতে কখনও শুন্যতা থাকে না, কেউ না কেউ শুন্যতা পূরণ করবেই।
আর তখন সৎ যোগ্য মেধাবী ও ভাল মানুষদের অবস্থা এমন হবে যে,
তাদের জন্য মাটির উপরিভাগ থেকে মাটির নীচেরভাগ শ্রেয় মনে হবে।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন