“শাহেন শাহ্ আকবর ও বীরবল”

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১৪ মে, ২০১৫, ০৪:২৮:০৯ বিকাল

একদা দুপুরের ভোজনে বসেছেন সম্রাট আকবর,

জরুরী রাজ কার্যে উপস্থিত তথায় রাজরত্ন বীরবল।

সম্রাট কহিলেন, বস বীরবল সুধাও কি খবর?

বিনীত হইয়া সুধাইল বীরবল,

আহার সারুন মহারাজ করিব বর্ণন,

তা হবে ক্ষন,

এবার বল, আমি খাচিছ বেগুনের তরকারী,

বল দেখি এটা কেমন দরকারী?

বিনম্রকন্ঠে বলিল বীরবল,

“বলুন দেখি মহারাজ খেতে কেমন করছেন অনুভব?”

“সে আর বল কি বীরবল,

ভারী স্বাদের তরকারী, খেতে খেতে করছি অনুভব!”

তোষামেদি স্বরে, বীরবল বলে,

মহারাজ বেগুন এমন এক তরকারী,

যা আমাদের জন্য খুবই দরকারী।

মহারাজ বেগুনের যত গুন, করিব বর্ণন,

স্বাস্থ্য করিবে স্ববল, সুন্দর থাকিবে মন।

জ্ঞান বাড়িবে বুদ্ধি বাড়িবে,

রাজ্য জয়ের সম্ভাবনাও বাড়িবে,

চারিদিকে বাড়িবে মহারাজের সম্মান,

মানুষ সকল গাহিবে মহারাজের জয়গান।

আনো বেগুন বর্তা, আনো বেগুন ভাজি,

আনো বেগুনের যতসব তরকারী,

বেগুনের হেন গুন শুনে আভিভূত মহারাজ,

শুধু বেগুন তরকারী দিয়েই ভোজন সারিলেন আজ।

পরদিন বেগুনের প্রকৃত গুন, অনুভব করিলেন মহারাজ,

এখনি বীরবলকে দরবারে ডাকো, গর্দান যাবে আজ।

ভয়ে ভয়ে বীরবল উপস্থিত দরবারে,

গোস্তাকি জানতে চাই মহারাজ আপনার তরে।

বজ্রকন্ঠে হুংকার ছারিলেন সম্রাট আকবর,

নালায়েক তুমি বেগুনের কত গুন করিলে বয়ান?

শরিরের চুলকানি, পেটের পিড়া, গেল বুজি প্রাণ।

কাঁতুমাতু স্বরে বীরবল সুধায়,

মাহরাজ, গুন নাই যার,

বেগুন তার নাম,

তাইতো বেগুনে পেটে পিড়া, শরিরের চুলকানি,

বেগুনের সমস্যা আরো আছে আমি জানি,

মহারাজ বেগুন এমন এক তরকারী,

যাহা মোটেও নহে দরকারী।

শরির করিবে দুর্বল, অসুন্দর করিবে মন,

জ্ঞান লোপ পাইবে বুদ্ধি কমিবে,

রাজ্য হারানোর আশঙ্কাও বাড়িবে,

চারিদিকে কমিবে মহারাজের সুনাম,

মানুষ সকল করিবে মহারাজের দুর্নাম।

খামোশ,,,,,,,খামোশ বীরবল,

কাল বেগুনের এতো সুনাম!

আজ বেগুনের এতই বদনাম!

চালাকি চলিবেনা বীরবল,

এর রহস্য কর বর্ণন।

মহারাজ গতকাল আপনি বলেছিলেন,

“বেগুন ভারী স্বাদের তরকারী,

খেতে খেতে করছেন অনুভব।”

আমার কি স্বাধ্য বেগুনেরে করি অপমান,

আমি কি করি বেগুনের চাকুরী?

যে অনায়াসে বেগুনের তরে দেব গর্দান?

বিঃদ্রঃ-আমরা যদি সবাই বীরবল হয়ে যাই তবে দেশটা কোন পর্যায় যাবে, এটা একবার ভেবে দেখবার অনুরোধ রইল।

প্রায় এক মাসের মত সময় নিয়ে(মাঝে কিছু দিন অসুস্থ ছিলাম)

এই রম্যকবিতাটি লিখলাম, ভাল লাগলে ধন্য হবো।

বিষয়: সাহিত্য

২১৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320039
১৪ মে ২০১৫ বিকাল ০৫:৪৬
শেখের পোলা লিখেছেন : আপনার রম্য কবিতা খাসা হয়েছে৷ আর এই বীরবলেই দেশ ভরে গেছে৷মহা রাজাও চাঙ্গে উঠে গেছে৷ধন্যবাদ৷
320080
১৪ মে ২০১৫ রাত ০৮:১৯
মাটিরলাঠি লিখেছেন :
সবই বে-গুন হয়ে গেছে।
320551
১৭ মে ২০১৫ দুপুর ০২:৪৪
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ সবাইকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File