৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও শাহবাগের তথাকথিত ২য় মুক্তিযুদ্ধ!!!

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৫ মার্চ, ২০১৩, ০১:২৬:০২ দুপুর

শাহবাগের তরুণ প্রজন্ম তাদের আন্দোলনকে ২য় মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষনা করেছে !! ভাবতে অবাক লাগছে ৭১ এর মহান মুক্তিযুদ্ধকে নিয়ে এ কেমন নিষ্ঠুর রসিকতা ! এ কেমন ধৃষ্টতা ! মুক্তিযুদ্ধকি ১ম ২য় আছে? যারা এ আন্দোলনকে ২য় মুক্তিযুদ্ধ আখ্যা দিচ্ছেন তারাকি ৭১এর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধাদের ছোট করছেন না? জয় বাংলা থেকে জয় বঙ্গবন্ধু বাদ দিয়ে, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে হেয় করা না?

আবেগ থাকা ভাল, তবে আবেগের সাথে বিবেক থাকাটা বাঞ্চনীয়। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, এটা আমাদের অনেক গৌরবের বিষয়, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার নামে আবগেতারিত হয়ে এমন গর্হিত কর্মকান্ড সমাজ সচেতন এবং যুক্তিবাদী মানুষ কখনও মেনে নেবে না। দেশের সাধারণ মানুষ যারা ৭১ দেখেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা জানে "মুক্তিযুদ্ধ কি, কি ছিল তার ভয়াবহতা।"

থাকা খাওয়া পয়ঃনিষ্কাষনের সুব্যাবস্থা এবং ৩ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে, নাচ গান, পথনাট্য, ঢোল তবলা বাজিয়ে, শুধু শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সম্ভব হয়নি।...............

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File