"গণতন্ত্র প্রসঙ্গে একটি ছোট গল্প"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৫৭:১৫ দুপুর
আমরা বাংলাদেশের মানুষ খুবই গণতন্ত্রপ্রিয়, গণতন্ত্রের জন্য আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি। বেশী পিছনে না গিয়ে স্বৈরাচারী এরশাদ সরকারের কথাই স্মরণ করি, ১৯৯০ সালে গণতন্ত্রকামী সকল দল মত এবং জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলন ও অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯১ সালে গণতান্ত্রিক ধারায় ফিরে এলো দেশ, কিন্তু তারপর থেকে এ যাবৎ কালে গণতন্ত্রের কি হাল-অবস্থা আমরা দেখছি?
এ প্রসঙ্গে একটি ছোট গল্পঃ
দিল্লির পথে পথে এক ভিক্ষুক ভিক্ষা করছে এই বলে,"এক রুপাইয়া দেরে রাম....এক রুপাইয়া দেরে রাম, ভগবান তেরা ভালাই কারেগা....এক রুপাইয়া দেরে রাম......।"
রামের নাম ধরে ভিক্ষা, অনেক অনেক টাকা পাওয়া গেল, এবার ভিক্ষুক বলছে, "এক বস্তা দেরে রাম..... এক বস্তা দেরে রাম....।"
একটা বস্তাও পাওয়া গেল, এবার "এক ঘোড়া দেরে রাম....এক ঘোড়া দেরে রাম.......।"
এমনি সময় একজন রাজকর্মচারী সে পথে যাচ্ছিল, তার সাথে একটি ঘোড়া ছিল, কিন্তু ঘোড়াটি ছিল সামনে এবং পিছনে দুপা খোঁড়া, বহু কষ্টে রাজকর্মচারী এটি টেনে আনছিল, এবার সে ভিক্ষুকটিকে বলল, "এই নাও ঘোড়া, এটাকে টেনে আমার সাথে রাজবাড়ী চল।"
ভিক্ষুক এবার মহা ফাঁপড়ে পড়ল, কিন্তু উপায় নেই রাজকর্মচারীর নির্দেশ, সে এক হাতে বস্তা আরেক হাতে ঘোড়ার লাগাম ধরে টানতে শুরু করল। কিন্তু দু'পা খোঁড়া ঘোড়াকে টেনে নেয়া মহা মুস্কিল, ভিক্ষুকটি বলল,"না এটা টেনে নেয়া সম্ভব না।"
রাজকর্মচারী ক্ষেপে গেল, "বেশ তা বাপু ঘোড়া চাইছিলে, নাও এবার এটার চার পা বেঁধে কাঁধে করে নিয়ে চল।"
ভিক্ষুকটির অবস্থা তখন এমন হল, "ছেড়ে দে মা কেঁদে বাঁচি"
পরিশিষ্টঃ ভিক্ষুকটির ল্যাংরা ঘোড়া নিয়ে যে বিপদ, আর বর্তমানে আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ, গণতন্ত্রের প্রত্যাশায় ১৯৯০ সাল থেকে তেমনি বিপদে আছি আমার মনে হয়।
বিঃদ্রঃ পাঠকবর্গ লেখাটি যদি কারো কাছে অপ্রাসাঙ্গিক ও অনভিপ্রেত মনে হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিষয়: বিবিধ
১৯৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন