"অাজ স্বৈরাচার পতন দিবস"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:২০:১৪ দুপুর
১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ শাহীর পতন ঘটে। দেশের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের সর্বাত্নক অসহযোগ আন্দোলনের ফলে স্বৈরাচারী এরশাদ সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। মুক্ত হয় আমাদের গণতন্ত্র।
অথচ এর মাত্র দুদিন আগেও স্বৈরাচারী সরকার অত্যন্ত দম্ভ সহকারে বলেছিল, "কোথায় পদত্যাগ করবো, জিরো পয়েেন্টে?" কিন্তু অতি অল্প সময়ে জনগণ তার স্বৈরাচারী দূর্ঘের ধংসলীলা দেখতে পায়।
কিন্তু জাতির দূর্ভাগ্য আজ সেই স্বৈরশাসক এরশাদ বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ দূত, আর তার দলের লোকেরা সরকারের মন্ত্রী!!!
নব্য বাকশাল অার স্বৈরাচার, যখন মিলেমিশে একাকার, তখন সময় এসেছে অাবারো একটি গণপ্রতিবাদ ও গণঅভ্যুথ্থানের।
বিষয়: রাজনীতি
১০৮২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন