“ফরমালিনযুক্ত সরকার ও রাষ্ট্র।”

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ২৭ নভেম্বর, ২০১৪, ১১:০৭:১২ সকাল

মানুষ কেন রাষ্ট্র গঠণ করে? এটি একটি রাষ্ট্র বিজ্ঞানের প্রশ্ন, আমি রাষ্ট্র বিজ্ঞান ভাল বুঝি না, কিংবা রাষ্ট্র বিজ্ঞানে এর সংজ্ঞা কি তাও আমি জানি না। তবে জীবনের অভিজ্ঞতা ও ব্যক্তিগত অধ্যায়ণ থেকে আমি এই প্রশ্নের উত্তরটা এভাবে বের করেছি যে, মানুষ ‍সৃষ্টিগত ভাবেই সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বাস করার প্রবনতা আদিকাল থেকেই। সমাজবদ্ধ হয়ে বাস করার একটি মৌলিক কারণ হচ্ছে মানুষ শান্তীপ্রিয়।

সুখে শান্তীতে নিরাপদে জীবনজাপন করার প্রয়াস মানুষের সহজাত প্রভৃত্তি।

ফলে মানুষ ব্যাক্তিগত জীবন হতে শুরু করে পাবিবারিক ও সামাজিক জীবনে, সুখ, শান্তী, নিরাপত্তা ও সুশৃংঙ্খলভাবে বসবাস করার তাগিদ অনুভব করে, আর তাই এ নীতিবোধ থেকেই মানুষজন নির্দ্দিষ্ট ভূখন্ডে আপন আপন সমাজ বা রাষ্ট্র গঠণ করে থাকে।

রাষ্ট্রের প্রধান মৌলিক উপাদান হচ্ছে, একটি স্বাধিন সার্বোভৌম নির্দ্দিষ্ট ভুখন্ড, জনগন ও সরকার।

সরকারের দায়ীত্ব রাষ্ট্র পরিচালনা করা, যারা রাষ্ট্রের জনগন কতৃক নির্বাচিত হবে।

আধুনিক ভাষায় যাকে আমরা গনতন্ত্র বলে থাকি।

সম্প্রতি এ বছরের ৫ জানুয়ারীতে আমাদের দেশে একটি জাতীয় নির্বাচন হয়ে গেল(!)

যে নির্বাচনে ৩০০ আসন থেকে ১৫৪ টি আসনে বিনা প্রতিদ্ধন্তিতায় নির্বাচিত হয়ে অটো সংসদ সদস্য হয়ে গেলেন, বাকিরা নামমাত্র নির্বাচন করে একটি সরকার গঠণ করে তারা মহা প্রতাপের সাথে দেশ শাসন করছে।

কথা হচ্ছে আমাদের সংবিধান কি এমন একটি নির্বাচন কে বৈধতা দেয়?

আমাদের দেশের তথাকথিত সংবিধান বিশারদগণ আমাদেরকে ফতোয়া দেন যে, এটি সাংবিধানিক ভাবে বৈধ এবং নৈতিক ভাবে অবৈধ সরকার!

এখানেই মিলিয়ন ডলারের পশ্ন, যেটি নৈতিকভাবে অবৈধ সেটি সাংবিধানিকভাবে বৈধ সরকার হয় কিভাবে? আমাদের সংবিধান কি অনৈতিকতাকে বৈধতা দেয়?

আমি সংবিধানের ৬৫(২) অনুচেছদ পড়েছি, যা এই সরকারকে কোনভাবেই বৈধতা দেয় না। সংবিধানের এ ধারাটি অনুধাবন করার জন্য সংবিধান বিশেষজ্ঞ হওয়া লাগে না। আমার ফাইভে পড়ুয়া ছেলেটিও ৬৫(২) অনুেচ্ছদ পড়ে বুঝতে পারে এটি কেমন সরকার।



বস্তুত একটি অনির্বাচিত ও অনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে।

মাছের পঁচন ধরে মাথা থেকে, আর রাষ্ট্রের পঁচন ধরে সরকার এবং শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ থেকে। আমাদের সরকারযন্ত্রে পঁচন ধরেেছ, এবং তা এখন ফরমালিনযুক্ত, তাই ক্রমান্নয়ে রাষ্ট্রও হয়ে পড়ছে ফরমালিনযুক্ত।

সরকার এবং শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ যখন অনৈতিক ও ফরমালিনযুক্ত, তখন একজন মাছ বিক্রেতা বা ফল বিক্রেতা, ফলে ও মাছে ফরমালিন মেশানোকে কেন অনৈতিক মনে করবে?

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288725
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
288736
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৭
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : ধন্যবাদ, ইশতিয়াক ভাই।
288771
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
লজিকাল ভাইছা লিখেছেন : রাষ্ট্র বিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান !! ইহা একবার চলতে থাকলে আর থামেনা, আবার থেমে গেলে আর চলে না।
but উলটো চললে কি হবে, এটা কমেডিয়ানরা ও ভাবেন নি!!!! আমার দেশ আজ reverse gear এ চলছে।

এখানেই মিলিয়ন ডলারের পশ্ন, যেটি নৈতিকভাবে অবৈধ সেটি সাংবিধানিকভাবে বৈধ সরকার হয় কিভাবে? আমাদের সংবিধান কি অনৈতিকতাকে বৈধতা দে ?? একমত ।
বড় কথা হল,সংবিধান মানুষের জন্য but মানুষ সংবিধানের জন্য নয়। ভালো লাগলো, অনেক ধন্যবাদ । Rose Rose Rose Rose
288777
২৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৯
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : সংবিধান মানুষের জন্য but মানুষ সংবিধানের জন্য নয়। ১০০% একমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File