জগতের এ কেমন কৌতুক ভাই?

লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ১২ অক্টোবর, ২০১৪, ০৪:৫৫:৩৫ বিকাল

ব্রাহ্মণ অবহেলিত, শূদ্রে গীতা পাঠ করে,

চোর সেজেছে সাধু, সাধু পড়েছে বিষম ফেরে।

অশিক্ষিত ভন্ড মূর্খের কন্ঠে শুনি ধর্মের মর্ম বানী,

শিক্ষিত আলেম ধার্মিকগন(?) নির্বিবাদে লয় সব মানি।

কপট শঠ অযোগ্যরা রাজ্য শাষন করে,

শত্যাশ্রয়ী যোগ্য মেধাবীরা রহে নিরাপদ দূরে।

মানুষ অন্যায়কে পিতৃসম মান্য করে,

আর ন্যায়কে পাশ কাটিয়ে চলে।

সুপেয় দুগ্ধ, গোয়ালা ফেরি করে বেচে,

সরাব যথাস্থান হতে বিক্রী হয়ে যায় দেদারসে।

পতিব্রতা সতী সাধ্বী নারি মলিন বসন পরে,

নট-নটি বায়েজিকুলের পোষাক ঝলমল করে।

অসৎ লোকেরা উৎকৃষ্ট অন্ন ভক্ষণ করে,

সত্যনিষ্ঠ পন্ডিতজন অনাহারে-উপবাসে মরে।

বিদগ্ধ কবি মন, কহে তাই,

জগতের এ কেমন কৌতুক ভাই?

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273542
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৯
ফেরারী মন লিখেছেন : জাজাকআল্লাহ...অনেক সুন্দর হয়েছে ..অনেক ভালো লাগলো পড়ে
273556
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর Rose
273584
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
নোমান২৯ লিখেছেন : ওয়াও!|সুন্দর| Rose Rose Rose Rose
273608
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : দারুন সুন্দর Rose Rose Rose
273619
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৯
বুড়া মিয়া লিখেছেন : হুম ... অসহ্য সব, বীভৎস চারিদিক ....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File